Ektai Akash (একটাই আকাশ) New Bangla Natok Song Lyrics By Konal & Avraal Sahir. New Bangla Natok By Mushfiq R Farhaan.
Song : Ektai Akash
Singer : Konal & Avraal Sahir
Lyrics & Tune : Avraal Sahir
Label : Sultan Entertainment
Ektai Akash Bangla Lyrics
বৃষ্টি দিনে তোর ছাউনিতে
ঠাই নিবো আমি
রৌদ্র দিনে তোর আচলে
লুকবো আমি
কাছে ডেকে না পেলে
হবো যে উদাসি
কতো ইচ্ছে করে বলতে
তোকে ভালোবাসি
আমি হয়ে যাব তোর
তুই যেমন করে চাস
তোর আর আমার
একটাই আকাশ
আমি যে তোর
তুই আমার নিঃশাস
পথ চলবো দুজনে
রাত শেষে ভোর
তুই ছাড়া ভালো লাগে না
প্রেম নেই শহর
ধীরেধীরে কাটালে
ছুটে আসি আমি
তুই ও ভালোবাসিস আমায়
মন থেকে জানি
আমি হয়ে যাব তোর
তুই যেমন করে চাস
তোর আর আমার
একটাই আকাশ
আমি যে তোর
তুই আমার নিঃশাস
তোর আর আমার
একটাই আকাশ
আমি যে তোর
তুই আমার নিঃশাস
ভাগ্যে তুই ছিলি বলে
পেলাম আমার করে
মিশে রবো তোরই মাঝে
আদরে আদরে
তোর আমার গল্পটা
জানলে জানুক লোকে
যতো বাধাই আসুক না
থাকবি আমার বুকে
আমি হয়ে যাব তোর
তুই যেমন করে চাস
তোর আর আমার
একটাই আকাশ
আমি যে তোর
তুই আমার নিঃশাস
তোর আর আমার
একটাই আকাশ
আমি যে তোর
তুই আমার নিঃশাস।।