Emon Kore R Chaina ( এমন করে আর চাই না) Bangla Lyrics By Avraal Sahir & Atiya Anisha. New Bangla Natok Separation By RJ Farhan & Persia Evana.
Song : Emon Kore R Chai Na
Singer : Avraal Sahir & Atiya Anisha
Lyrics : M A Alam Shuvo
Tune & Music : Avraal Sahir
Label : CD Choice
Emon Kore R Chaina Bangla Lyrics
এই পথটা দুভাগ করে
দু’জন হারাই দু’দিকে
ভেতরটা যাচ্ছে পোড়ে
স্বপ্ন গুলো ঘুমের ঘরে
একাকী যাচ্ছে উড়ে
পরিনি রাখতে ধরে
ভেঙে গেলে রিদয়ের আয়না
প্রতি ছবি দেখা যায় না
এ জীবনের মানে হয় না
এমন করে আর চায় না….
ভেঙে গেলে রিদয়ের আয়না
প্রতি ছবি দেখা যায় না
এ জীবনের মানে হয় না
এমন করে আর চায় না….
সময় ঠিকই আছে
শুধু বদলে গেছি দু’জন
সবটা লাগে মিছে
এত দিনের মধুর খন
জীবনের কিছু চাওয়া
হয়না কখনো পূরণ
এত স্বাধের পথ চলা
হয়না সারাজীবন
তবুও স্বপ্ন দেখি রাত
সত্যি হয়ে উঠে না..
ভেঙে গেলে রিদয়ের আয়না
প্রতি ছবি দেখা যায় না
এ জীবনের মানে হয় না
এমন করে আর চায় না….
ভেঙে গেলে রিদয়ের আয়না
প্রতি ছবি দেখা যায় না
এ জীবনের মানে হয় না
এমন করে আর চায় না.