Eta Golpo Noy(এটা গল্প নয়) Bangla Lyrics By Tahsin Ahmed। Dear Valentine Bangla Natok.
Song : Eta Golpo Noy
Vocal : Tahsi Ahmed & Atiya Anisa
Lyrics : MA Alam Shuvo
Music : Avraal Sahir
Label : M-Series Music
Eta Golpo Noy Bangla Lyrics
এটা গল্প নয় কোনো,
বলছি মনের কথা
আধটুকু তো নয়
চাইছি তোমায় পুরোটা
এটা হঠাৎ করে আমার
প্রথম প্রেমে পড়া
জানি সবটা বুঝেও
সে দেয় না ধরা
এটা গল্প নয় কোনো,
বলছি মনের কথা
আধটুকু তো নয়
চাইছি তোমায় পুরোটা
এটা গল্প নয় কোনো,
বলছি মনের কথা
আধটুকু তো নয়
চাইছি তোমায় পুরোটা
তার এলোমেলো কেস
আমার লেগেছে বেস
তার মায়া ভরা চাহনিতে
থেকে যায় রেশ
দুচোখ জুড়ে থাকে
তার মিষ্টি হাসি
তার পাগলামি
গুলো আমি ভালোবাসি
সে আড়াল থেকে শোনে,
নতুন স্বপ্ন বুনে
ভাল্লাগেনা আর কিছু
তাকে ছাড়া
এটা গল্প নয় কোনো,
বলছি মনের কথা
আধটুকু তো নয়
চাইছি তোমায় পুরোটা
আ না না না এ হে ও হ ও
Eta Golpo Noy Bangla Lyrics
Eta golpo noy kono
Bolechi moner kotha
Adhtuku to noy
Chaichi tomay purota
Eta hotath kore amar
Prothome prrme pora
Jani sobta bujheo
Se deyna dhora