Full Kumari(ফুল কুমারী) Bangla Lyrics By Sadman Pappu
Song : Full Kumari
Vocal : Sadman Pappu
Lyrics : Sadman Pappu
Music : Noman
Label : Agniveena
Full Kumari Bangla Lyrics
ওরে নাইরে মনে সুখ নাই
বন্ধু কোথায় তোরে খুজে রে পাই
কথা ছিল ফুল তুলিবি
প্রেম জলেতে স্নান করিবি
ওরে নাইরে মনে সুখ নাই
কোথায় তোরে খুজে রে পাই
কথা ছিল ফুল তুলিবি
প্রেম জলেতে স্নান করিবি
নীল পদ্দ পুকুরে
হায়রে বোকা ভোলা ফালাইয়া
আমায় নালায় ডুবাইলি রে
এখন তুই নাকি কোন শহর ক্লাবের
ডিসকো ওয়ালী রে
কিভাবে বদলে গেলি ফুল কুমারী রে
তুই নাকি কোন শহর ক্লাবের
ডিসকো ওয়ালী রে
কিভাবে বদলে গেলি ফুল কুমারী রে
প্রতি বিকেলে দুজন কাশবন পেরিয়া
নদীর বুকে ভেসে যেতাম হারিয়ে
তোর কাজল কালো চোখে
ছিলো কি মায়া রে
ভুলতে পারিনা বুকে গাথা আহারে
বেইমানীর ফল পাবি
নাচনেওয়ালি ফুল কুমারী
রোজ হাসরে
হায়রে বোকা পোলা বানাইয়া আমায়
নালায় ডুবাইলি রে
তুই নাকি কোন শহর ক্লাবের
ডিসকো ওয়ালী রে
কিভাবে বদলে গেলি ফুল কুমারী রে
তুই নাকি কোন শহর ক্লাবের
ডিসকো ওয়ালী রে
কিভাবে বদলে গেলি ফুল কুমারী রে
বছর ঘুরে হতো বৈশাখী মেলা রে
কিনে দিতাম চুরি গলায় মালা রে
লজ্জাবতী ছিলি খুব সাদাসিধে রে
বলতি জাবি না ছেড়ে কেদে জরিয়ে
অভিনয় ধোকাবাজি
এই ছিলো তোর মনে বুঝি
বিচার হবে হাশরে
হায়রে বোকা পোলা বানাইয়া আমায়
নালায় ডুবাইলি রে
এখন তুই নাকি কোন শহর ক্লাবের
ডিসকো ওয়ালী রে
কিভাবে বদলে গেলি ফুল কুমারী রে
তুই নাকি কোন শহর ক্লাবের
ডিসকো ওয়ালী রে
কিভাবে বদলে গেলি ফুল কুমারী রে
ওরে নাইরে মনে সুখ নাই
বন্ধু কোথায় তোরে খুজে রে পাই
কথা ছিল ফুল তুলিবি
প্রেম জলেতে স্নান করিবি
নীল পদ্দ পুকুরে
হায়রে বোকা ভোলা ফালাইয়া
আমায় নালায় ডুবাইলি রে
এখন তুই নাকি কোন শহর ক্লাবের
ডিসকো ওয়ালী রে
কিভাবে বদলে গেলি ফুল কুমারী রে
তুই নাকি কোন শহর ক্লাবের
ডিসকো ওয়ালী রে
কিভাবে বদলে গেলি ফুল কুমারী রে।।
Full Kumari Bangla Lyrics
Ore naire mone sukh nai
Bondhu kothay tore khuje re pai
Kotha chilo full tulibi
Prem jolete snan koribi
Nill poddo pukure
Hay re bokavola falaiya amay
Nalay dubaili re
Ekhon tui naki kon shohor klaber
Disco oyali re