Geetabitaner Dibbi ( গিতবিতানের দিব্যি) Bangla Lyrics By Pritha Chatterjee.

 Geetabitaner Dibbi ( গিতবিতানের দিব্যি) Bangla Lyrics By Pritha Chatterjee.

Geetabitaner Dibbi ( গিতবিতানের দিব্যি) Bangla Lyrics By Pritha Chatterjee.

Song – Geetabitaner Dibbi 

Singer – Pritha Chatterjee

Movie – Kolkata Chalantika

Geetabitaner Dibbi Lyrics in Bengali 

তুমি ভাগোয়া ধরলে

একতারা হব

তুমি ভাগোয়া ধরলে

একতারা হব

কৃষ্ণ চাইলে বাঁশি

গীতবিতানের দিব্যি তোমায়

ভীষন ভালোবাসি

গীতবিতানের দিব্যি তোমায়

ভীষন ভালোবাসি

তুমি ভাগোয়া ধরলে

একতারা হব

সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে

পা ধোয়ার জল

বন্ধু মহলে তর্ক হলে

যুক্তি অর্নগল

বিদেশ ঘোরা পাখি চাইলে

পরিযায়ী হব আমি

সাঁতরাগাছি চিলকা যাব

ডানায় পাগলামি

রাতের খোলা চাঁদ চাইলে

আমি চাঁদ চাঁদচতুর্দশী

গীতানের দিব্যি তোমায়

ভীষন ভালোবাসি

তুমি ভাগোয়া ধরলে

একতারা হবো

হিমু চাইলে হুমায়ুন হব

নিজেকে চাইলে আরশি

আমি তোমার মীরা

সনাতন দেবদাসী

হিমু চাইলে হুমায়ুন হব

নিজেকে চাইলে আরশি

আমি তোমার মীরা

সনাতন দেবদাসী

জ্বরের সময় চুমু হয়ে

কপালে নেমে আসি

গীতবিতানের দিব্যি তোমায়

ভীষন ভালোবাসি

গীতবিতানের দিব্যি তোমায়

ভীষন ভালোবাসি

তুমি ভাগোয়া ধরলে

একতারা হবো

কৃষ্ণ চাইলে বাঁশি

গীতবিতানের দিব্যি তোমায়

ভীষন ভালোবাসি

গীতবিতানের দিব্যি তোমায়

ভীষন ভালোবাসি

তুমি ভাগোয়া ধরলে

একতারা হব,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *