Geetabitaner Dibbi ( গিতবিতানের দিব্যি) Bangla Lyrics By Pritha Chatterjee.
Geetabitaner Dibbi ( গিতবিতানের দিব্যি) Bangla Lyrics By Pritha Chatterjee.
Song – Geetabitaner Dibbi
Singer – Pritha Chatterjee
Movie – Kolkata Chalantika
Geetabitaner Dibbi Lyrics in Bengali
তুমি ভাগোয়া ধরলে
একতারা হব
তুমি ভাগোয়া ধরলে
একতারা হব
কৃষ্ণ চাইলে বাঁশি
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি
তুমি ভাগোয়া ধরলে
একতারা হব
সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে
পা ধোয়ার জল
বন্ধু মহলে তর্ক হলে
যুক্তি অর্নগল
বিদেশ ঘোরা পাখি চাইলে
পরিযায়ী হব আমি
সাঁতরাগাছি চিলকা যাব
ডানায় পাগলামি
রাতের খোলা চাঁদ চাইলে
আমি চাঁদ চাঁদচতুর্দশী
গীতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি
তুমি ভাগোয়া ধরলে
একতারা হবো
হিমু চাইলে হুমায়ুন হব
নিজেকে চাইলে আরশি
আমি তোমার মীরা
সনাতন দেবদাসী
হিমু চাইলে হুমায়ুন হব
নিজেকে চাইলে আরশি
আমি তোমার মীরা
সনাতন দেবদাসী
জ্বরের সময় চুমু হয়ে
কপালে নেমে আসি
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি
তুমি ভাগোয়া ধরলে
একতারা হবো
কৃষ্ণ চাইলে বাঁশি
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি
তুমি ভাগোয়া ধরলে
একতারা হব,