Ghrina(ঘৃণা) Bangla Lyrics By Jishan Khan Shuvo
Song : Ghrina
Vocal : Jishan Khan Shuvo
Lyrics : Jishan Khan Shuvo
Music : Rezwan Sheikh
Label : Sun Production House
Ghrina Bangla Lyrics
যে আমারে ঘৃণা করে
সে নাকি ভালোবাসে অন্য কারে
আমি যারে ভাবি আমার
সে নাকি অনেক আগে
হয়ে গেছে কার
যে আমারে ঘৃণা করে
সে নাকি ভালোবাসে অন্য কারে
আমি যারে ভাবি আমার
সে নাকি অনেক আগে
হয়ে গেছে কার
হুট করে কেমন করে
ভুলি যে তারে, ভুলি যে তারে
যে আমারে ঘৃণা করে
সে নাকি ভালোবাসে অন্য কারে
অসময়ে যদি হারিয়ে সে আজ
অনুভবে কেন তবে করছে বিরাজ
বোঝেনা বাচবো না আমি তার অভাবে
নিয়েছে মন মিশেছে সে আমার সভাবে
অসময়ে যদি হারিয়ে সে আজ
অনুভবে কেন তবে করছে বিরাজ
বোঝেনা বাচবো না আমি তার অভাবে
নিয়েছে মন মিশেছে সে আমার সভাবে
হুট করে কেমন করে
ভুলি যে তারে, ভুলি যে তারে
হুট করে কেমন করে
ভুলি যে তারে, ভুলি যে তারে
যে আমারে ঘৃণা করে
সে নাকি ভালোবাসে অন্য কারে
ফেলে আসা দিন গুলো মনে পড়ে যায়
ক্ষনে ক্ষনে আমি মনে কেদে ফেলি তাই
তারে ছাড়া আর কতো একা আমি
জানিনা এ আমার কেমন পাগলামি
ফেলে আসা দিন গুলো মনে পড়ে যায়
ক্ষনে ক্ষনে আমি মনে কেদে ফেলি তাই
তারে ছাড়া আর কতো একা আমি
জানিনা এ আমার কেমন পাগলামি
হুট করে কেমন করে
ভুলি যে তারে, ভুলি যে তারে
যে আমারে ঘৃণা করে
সে নাকি ভালোবাসে অন্য কারে
আমি যারে ভাবি আমার
সে নাকি অনেক আগে
হয়ে গেছে কার
হুট করে কেমন করে
ভুলি যে তারে, ভুলি যে তারে
হুট করে কেমন করে
ভুলি যে তারে, ভুলি যে তারে।।
Ghrina Bangla Lyrics
Je amare ghrina kore
Se naki valobase onno kare
Ami jare vabi amar
Se naki onek age
Hoye geche kar
Hut kore kemon kore
Bhuli je tare, bhuli je tare
Osomoye jodi se hariye aj
Onuvobe tobe keno korche biraj
Bojhena bacbona ami tar ovabe
Niyeche mon misheche se amar sovabe