Ghum Ase Na Re(ঘুম আসে না) Bangla Lyrics By Samz Vai

Ghum Ase Na Re(ঘুম আসে না) Bangla Lyrics By Samz Vai 

Song : Ghum Ase Na Re

Vocal : Samz Vai 

Lyrics : Ronok Ekram

Tune : Samz Vai 

Music : Din Islam Sharuk 

Label : Lionic Music 

 

Ghum Ase Na Re Bangla Lyrics 

তোর মনের বসত ভিটা জুরে

আবাস ছিলো যার

খুব যতনে পর করেছিস

 ঘর ভেঙেছিস তার

তোর নিত্যদিনের ইচ্ছে ছিলো 

আমার পুজোর ফুল 

ঘড়ির কাটার পুরোটা রোজ

তোর প্রেমেতে মশগুল 

তবু যন্ত্রণার আগুনে  

 কেন পুরছি অবিরত

 কেন একা-একা পুরছি শুধু 

 নিকোটিনের মতো

 

আমার ঘুম আসে না রে

ঘুম আসে না

এই ঘুম হীন শহরে 

রাত কাটে না

কতো নিশী ঘুম ছাড়া গেল 

সে এলো না 

আমার ঘুম আসে না রে

ঘুম আসে না

বিসসাস করে হাত দিয়েছি তোর 

প্রেমেরই আগুনে

তাই কি আমি জলছি এতো 

তোর ভরা ফাগুনে

তোর কথাগুলো আজও বুকে

ধুকধুকিয়ে বাজে

বেদনার এই মিছিল জুড়ে 

বিদ্রোহীর সাজ সাজে

বল যন্ত্রনার আগুনে কেন

পুরছি অবিরত 

কেন একা একা পুরছি শুধু 

নিকোটিনের মতো 

আমার ঘুম আসে না রে

ঘুম আসে না

এই ঘুম হীন শহরে 

রাত কাটে না

কতো নিশী ঘুম ছাড়া গেল 

সে এলো না 

আমার ঘুম আসে না রে

ঘুম আসে না

আমার মুগ্ধতারা বারো মাসই

শ্রাবণ হয়ে ঝরে 

তোর ছবিরা সজিব আজও 

বেদনায় মন ভরে

পৃথিবীর নিয়ম মেনে 

সকাল দুপুর রাত্রি নামে

শুন্য বুকে চেয়ে থাকি

সময় কাটে তোরই নামে

তবু যন্ত্রনার আগুনে কেন

পুরছি অবিরত 

কেন একা একা পুরছি শুধু 

নিকোটিনের মতো 

আমার ঘুম আসে না রে

ঘুম আসে না

এই ঘুম হীন শহরে 

রাত কাটে না

কতো নিশী ঘুম ছাড়া গেল 

সে এলো না 

আমার ঘুম আসে না রে

ঘুম আসে না

আমার ঘুম আসে না রে

ঘুম আসে না

এই ঘুম হীন শহরে 

রাত কাটে না

কতো নিশী ঘুম ছাড়া গেল 

সে এলো না 

আমার ঘুম আসে না রে

ঘুম আসে না।।

Ghum Ase Na Re Bangla Lyrics

Tor moner bosot vita jure

Abash chilo jar

Khub jotone por korechis

Ghor bhengechis tar

Tor nittodiner icche chilo

Amar pujor ful

Ghorir katar purota roj

Tor premete mosgul

Tobu jontronar agune

Keno purchi obiroto

Keno eka-eka purchi shudhu

 Nikotiner moto

Amar ghum ase na re

Ghum ase na

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *