Ghum Dite Chai(ঘুম দিতে চাই) Bangla Lyrics By Sadman Pappu
Song : Ghum Dite Chai
Vocal : Sadman Pappu
Lyrics : Shahriyar Shaun
Tune : Sadman Pappu
Music : Noman NMN
Label : Love Box
Ghum Dite Chai Bangla Lyrics
আমার সপ্নহারা আহত মন
চাই না কিছু আর
পোরা দুটি চোখ জুরে আমার
নামছে অন্ধকার
সপ্নহারা আহত মন
চাই না কিছু আর
পোরা দুটি চোখ জুরে আমার
নামছে অন্ধকার
নিশ পেয়ালার আলতো করি
দিয়ে একটা চুমু
আমি ঘুম দিতে চাই ঘুম
আমি ঘুম দিতে চাই ঘুম
আমি ঘুম দিতে চাই ঘুম
আমি ঘুম দিতে চাই ঘুম
সৃতির দুয়ার খুলে
দুঃখ দেয় যে
বারে বারে উকি
চাইনা হতে আর কখনো
দুখেরই মুখোমুখি
দুঃখ আমার হৃদয় জুড়ে
করেছে ভাংচুর
কোন কারণে আমার আকাশ
হয়ে গেছে লুট
নিশ পেয়ালার আলতো করি
দিয়ে একটা চুমু
আমি ঘুম দিতে চাই ঘুম
আমি ঘুম দিতে চাই ঘুম
আমি ঘুম দিতে চাই ঘুম
আমি ঘুম দিতে চাই ঘুম
আমার আকাশে সুন্যতা আজ
মন ও মিছিল করে
তুমি হিনা এই একলা জীবন
মিশুক ওই ধুলির ও তরে
ফাগুনের ঢেউ এসে ভাঙে
শুধু হৃদয়টা
বুঝলিনা তুই আমার মনে
কি যে হাহাকার
নিশ পেয়ালার আলতো করি
দিয়ে একটা চুমু
আমি ঘুম দিতে চাই ঘুম
আমি ঘুম দিতে চাই ঘুম
আমি ঘুম দিতে চাই ঘুম
আমি ঘুম দিতে চাই ঘুম।।
Ghum Dite Chai Bangla Lyrics
Amar sopno hara ahoto mon
Chai na kichu ar
Pora duti chokh jure amar
Namche ondhokar
Nish peyalar alto kori
Diye ekta chumu
Ami ghum dite chai ghum
Ami ghum dite chai ghum
Ami ghum dite chai ghum
Ami ghum dite chai ghum.