Ghum Nai Aj(ঘুম নাই আজ) Bangla Lyrics By RA Azmir

Ghum Nai Aj(ঘুম নাই আজ) Bangla Lyrics By RA Azmir 

Song : Ghum Nai Aj

Vocal : RA Azmir 

Lyrics : RA Azmir 

Label : Gangstar Express BD

Ghum Nai Aj Bangla Lyrics 

আমার শূন্য খাচায় পূন্য পাখি

বইলা গেল আজ,

মন পিঞ্জরার বন্দি জীবন 

ভাল্লাগেনা তার,

আমার শূন্য খাচায় পূন্য পাখি

বইলা গেল আজ,

মন পিঞ্জরার বন্দি জীবন 

ভাল্লাগেনা তার,

কার আকাশে উড়াল দিলি

কোন শহরে গেলি

নতুন শহর আকড়ে ধইরা

বিদায় জানালি,

কার আকাশে গেলি রে তুই

কোন শহরে গেলি, 

নতুন শহর আকড়ে ধইরা

বিদায় জানালি,

কার আকাশে গেলি রে তুই

কোন শহরে গেলি, 

নতুন শহর আকড়ে ধইরা

বিদায় জানালি,

কার পকেটের সুবাস হইলি

পারফিউমের বেশে

আমার দেহের সুবাস হইলি 

আগর বাতির বেশে,

কার পকেটের সুবাস হইলি

পারফিউমের বেশে

আমার দেহের সুবাস হইলি 

আগর বাতির বেশে,

নাইরে আমি নাইরে আজ

তোর অপেক্ষায়,

আগরবাতির সুবাস বলে

আয়রে সখা আয়,

নাইরে আমি নাইরে আজ

তোর অপেক্ষায়,

আগরবাতির সুবাস বলে

আয়রে সখা আয়,

নাইরে আমি নাইরে আজ

তোর অপেক্ষায়,

আগরবাতির সুবাস বলে

আয়রে সখা আয়,

কার গিটারের সুরে রে তুই 

আত্তা মিশাস আজ,

কার বাসরের কন্যা হইয়া

রাত্রি কাটাস আজ,

কার গিটারের সুরে রে তুই 

আত্তা মিশাস আজ,

কার বাসরের কন্যা হইয়া

রাত্রি কাটাস আজ

ঘুম নাই আজ,ঘুম নাই আজ

নিদ্রা দেবী কই

কার বাসরের নিদ্রা দেবীর

মরন বেসি তুই,

ঘুম নাই আজ,ঘুম নাই আজ

নিদ্রা দেবী কই

কার বাসরের নিদ্রা দেবীর

মরন বেসি তুই,

ঘুম নাই আজ,ঘুম নাই আজ

নিদ্রা দেবী কই

কার বাসরের নিদ্রা দেবীর

মরন বেসি তুই।।

Ghum Nai Aj Bangla Lyrics 


Amar sunno khacay punno pakhi
Boila gelo aj
Mon pinjorar bondi Jibon 
Vallagena tar
Kar akashe ural dili
Kon shohore geli
Notun shohor akre dhoira
Biday janali.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *