Ghum Valobashi ( ঘুম ভালোবাসি) Bangla Lyrics By Samz Vai.
Song : Ghum Valobashi
Vocal, Tune & Lyrics : Samz Vai
Music : Tanzil Hasan
Story & Directed by : Eagle Team
DoP : Rajon Hossain Romm
Edit & Color : Shamim Hossain
Label : Eagle Music
Ghum Valobashi Bangla Lyrics
আজ এই নিশিতে মন কাদবে সারা রাত
কেউ তো এসে আর দেখবে না,
ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে
লুকিয়ে থাকা যন্ত্রনা।
আহা কি জাদু করলি, ওরে ও পাগলি
তোরে ভুলে থাকা যায় না,
আমি যেদিকেই তাকাই তোরেই দেখতে পাই
চারো দিকে মনে হয় আয়না।
ঘুম ভালোবাসি রে,
আমি ঘুম ভালোবাসি রে,
ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি রে।
আমি চক্ষু মেলিলে, তোরে খুইজা না পাইলে
এই বুকের ভিতর পরান পাখি
কাইন্দা মরে রে।
তোরে ছাড়া একা লাগে আমার প্রতি সময়
ধিরে ধিরে যাচ্ছে পুড়ে অবুঝ এই হৃদয়,
যার কারনে পুড়ছে এ বুক সে তো বুঝে না
অন্য কারো বুকে এখন তাহার ঠিকানা..
ঘুম ভালোবাসি রে,
আমি ঘুম ভালোবাসি রে,
ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি রে।
আমি চক্ষু মেলিলে, তোরে খুইজা না পাইলে
এই বুকের ভিতর পরান পাখি
কাইন্দা মরে রে।
আর কেউ না জানুক হায়
তুইতো জানতি মোরে,
মনো-প্রাণ দিয়া কত বাসিভালো তোরে।
ও.. ভালোবাসার তুই কি দিলি
এই কি প্রতিদান,
মান কুলমান সব ডুবাইলি, করলি অপমান।
ঘুম ভালোবাসি রে,
আমি ঘুম ভালোবাসি রে,
ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি রে।
আমি চক্ষু মেলিলে, তোরে খুইজা না পাইলে
এই বুকের ভিতর পরান পাখি
কাইন্দা মরে রে।