Ghure Fire Eki Jaygay(ঘুরে ফিরে একি জায়গায়) Bangla Lyrics By Nafeez Iqbal
Song : Ghure Fire Eki Jaygay
Vocal : Nafeez Iqbal
Lyrics : Razu Chowdhury (Florida)
Music : Nafeez Iqbal
Label : Eagle Music City
Ghure Fire Eki Jaygay Bangla Lyrics
সুখগুলো নীল রাজ্যে
ডানা মেলে উড়ে গেছে
দূর অজানায়
দুঃখগুলো খামছে খামছে
আটকে মেঘে শুয়েছিল
নীল আকাশে
সুখগুলো নীল রাজ্যে
ডানা মেলে উড়ে গেছে
দূর অজানায়
দুঃখগুলো খামছে খামছে
আটকে মেঘে শুয়েছিল
নীল আকাশে
তুমি নাই তাই ঘুরেফিরি
একি জায়গায়
দাড়িয়ে আনজুরে পরে
নতুন আভায়
তুমি নাই তাই ঘুরেফিরি
একি জায়গায়
দাড়িয়ে আনজুরে পরে
নতুন আভায়
হেটে চলেছি অচেনা পথে
চেনা অচেনার মাঝে যা আশ্চর্য চোখে
হারিয়ে ফেলেছি যা আমার ছিল
হারিয়ে গেছে সে
হেটে চলেছি অচেনা পথে
চেনা অচেনার মাঝে যা আশ্চর্য চোখে
হারিয়ে ফেলেছি যা আমার ছিল
হারিয়ে গেছে সে
তুমি নাই তাই ঘুরেফিরি
একি জায়গায়
দাড়িয়ে আনজুরে পরে
নতুন আভায়
তুমি নাই তাই ঘুরেফিরি
একি জায়গায়
দাড়িয়ে আনজুরে পরে
নতুন আভায়
সুখগুলো নীল রাজ্যে
ডানা মেলে উড়ে গেছে
দূর অজানায়
দুঃখগুলো খামছে খামছে
আটকে মেঘে শুয়েছিল
নীল আকাশে
Ghure Fire Eki Jaygay Bangla Lyrics
Sukh gulo nill rajje
Ure jacce danamele
Dur ojanay
Dukkhogulo khamche khamche
Atke meghe suyechilo
Nill akashe
Tumi nai tai ghurefiri
Eki jaygay
Dariye anjure pore
Notun avay