Godhuli Gagane Meghe Bangla Song Lyrics By Iman Chakraborty.

Godhuli Gagane Meghe Bangla Song Lyrics By Iman Chakraborty.

Godhuli Gagane Meghe Bangla Song Lyrics By Iman Chakraborty.

Godhuli Gagane Meghe গানটি গেয়েছেন Iman Chakraborty। গানের লিরিক্স দিয়েছেন Rabindranath Tagore। এবং গানটি Saregama India Ltd এর YouTube চ্যানেলে প্রকাশিত হয়েছে। আশা করছি Godhuli Gagane Meghe গানের লিরিক্স টি ভাল লাগবে। 

Song : Godhuli Gagane Meghe

Lyrics : Rabindranath Tagore

Singer : Iman Chakraborty

Parjaay : Prem-109

Upa-parjaay : Prem-Boichitra

Raag : Chhayanat-Kedara

Taal : Dadra

Label : Saregama India Ltd

Godhuli Gagane Meghe Song Lyrics 

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা

আমার যা কথা ছিল হয়ে গেল সারা,

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা

আমার যা কথা ছিল হয়ে গেল সারা,

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।।

 

হয়তো সে তুমি শোন নাই

সহজে বিদায় দিলে তাই,

হয়তো সে তুমি শোন নাই

সহজে বিদায় দিলে তাই,

আকাশ মুখর ছিল যে তখন

ঝরোঝরো বারিধারা,

ঝরোঝরো বারিধারা। 

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।।

চেয়েছিনু যবে মুখে 

তোলো নাই আঁখি,

আঁধারে নীরব ব্যথা, দিয়েছিল ঢাকি।

চেয়েছিনু যবে মুখে 

তোলো নাই আঁখি,

আঁধারে নীরব ব্যথা, দিয়েছিল ঢাকি।

আর কি কখনো কবে 

এমন সন্ধ্যা হবে,

আর কি কখনো কবে 

এমন সন্ধ্যা হবে,

জনমের মতো হায়, হয়ে গেল হারা

হয়ে গেল হারা। 

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা

আমার যা কথা ছিল হয়ে গেল সারা,

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *