Hanuman Chalisa Bangla Lyrics By Tulshi Dash.

Hanuman Chalisa Bangla Lyrics By Tulshi Dash.

Hanuman Chalisa Bangla Lyrics By Tulshi Dash.

Song : Hanuman Chalisa

Singer : Tulshi Dash 

Music : Hanuman Chalisa

Lyrics : Tarun Sarkar

Hanuman Chalisa Lyrics in Bengali 

শ্রীগুরু চরণ পদ্ম স্মরি মনে মনে,

কোটি কোটি প্রণমিনু তাঁহার চরণ।

শ্রীরামের চরণপদ্ম করিয়া স্মরণ,

চতুবর্গ ফল যাহে লভি অনুক্ষণ।

বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার,

ঘুচাও মনের যতো ক্লেশ ও বিকার।

জয় হনুমান জ্ঞান গুনের সাগর,

জয় হে কপীশ প্রভু কৃপার সাগর;

শ্রী রামের দুত অতুলিত বলধাম,

অঞ্জনার পুত্র পবনসুত নাম।

মহাবীর বজরঙ্গী তুমি হনুমান,

কুমতি নাশিয়া কর সুমতি প্রদান।

কাঞ্চন বরণ তবো তুমি হে সুবেশ,

কর্ণেতে কুন্ডল শোভে কুঞ্চিত কেশ;

হাতে বজ্র তবো আর ধুজা বিরাজে-

সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাঁজে।

Hanuman Chalisa Bangla Lyrics

অপরুপ বাহু তবো পবন নন্দন,

মহাতেজ ও প্রতাপ জগত বন্দন।

বিদ্যাবান গুনবান তুমি হে চতুর;

শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর।।

সর্বদা রামের আজ্ঞা করিতে পালন,

হৃদে রাখ সদা রাম সীতা ও লক্ষ্মণ।

সূক্ষ্মরুপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে-

ধরিয়া বিকট রুপ লঙ্কা দগ্ধ কৈলে;

ভীম রুপ ধরি তুমি অসুর সংহর,

শ্রীরামচন্দ্রের তুমি সর্ব কাজ করো;

সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষ্মণ।

রঘুবীর হন তাহে ”আনন্দিত” মন।

রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান-

কহিলেন তুমি ভাই ভরত সমান।

সহস্র বদন তবো গাবে যশ খ্যাতি,

এই বলি আলিঙ্গণ করেন শ্রীপতি।

সনকাঁদি ব্রহ্মাদি যতেক দেবগণ,

নারদ সারদ আদি দেবোর ঋষিগণ;

যম ও কুবের আদি দিকপালগনে-

কবি ও কোবিদ যতো আছে ত্রিভুবনে।

সুগ্রীবের উপকার তুমি যে করিলে,

রামসহ মিলাইয়া ’রাজপদ’ দিলে-

তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল;

লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিলো।

সহস্র যোজন ঊর্ধে সুর্য্যদেবে দেখে,

সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে।

জয় রাম বলি তুমি অসীম সাগর;

পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর।

দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে;

সুগম করিলে তুমি সব রাম গানে

চিরদ্বারী আছো তুমি শ্রীরামের দ্বারে,

তবো আজ্ঞা বিনা কেহো প্রবেশিতে নারে

শরণ লইনু প্রভু আমি যে তোমারি,

তুমিই রক্ষক মোর আর কারে ডরি?

নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ-

তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভূবনে।।

ভূত প্রেত পিশাচ কাছে; আসিতে না পারে

মহাবীর তবো নাম যেইজন স্মরে,

রোগ নাশ করো আর সর্ব পীড়া হর;

মহাবীর নাম যেবা স্মরে নিরন্তর।

সঙ্কটেতে হনুমান উদ্ধার করিবে,

তাঁহার চরণে যেবা মন প্রাণ দিবে।

সর্বোপরি রামচন্দ্র তপস্বী ও রাজা;

শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা।

তোমার চরণে যেবা মন প্রাণ দিবে,

এ জীবনে সেইজন সদা সুখ পাবে।

প্রবল প্রতাপ তবো হে বায়ু নন্দন;

চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভূবন।

সাধু সন্ন্যাসীরে রক্ষা করো মতিমান,

শ্রীরামের প্রিয় তুমি অতি গুনবান।

অষ্টসিদ্ধি নবনিদ্ধি যাহা কিছু রয়,

সকলই সিদ্ধ হয় তোমার কৃপায়।।

রাম রামায়ণ আছে তবো নিকটেই,

শ্রীরামের দাস হয়ে রয়েছো সদাই।

তোমার ভজন কৈলে রামকে পাইবে

জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে।

অন্তকালে পাবে সেই রামের চরণ;

এই সার কথা সব শুনো ভক্তগণ।

সব ছাড়ি বল সবে জয় ’হনুমান’

হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান।

সর্ব দুঃখ দূরে যাবে সঙ্কট কাটিবে,

যেইজন হনুমন্তে স্মরণ করিবে”।

জয় জয় জয় জয় হনুমান গোঁসাই,

তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই।।

যেইজন শতোবার ইহা পাঠ করে;

সকল অশান্তি তার চলে যায় দূরে।

হনুমান চালীসা যে করেন পঠন,

সর্বকার্য্যে সিদ্ধিলাভ করে সেইজন।

তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস,

মনের মন্দিরে প্রভু করো সদা বাস।

মনের মন্দিরে প্রভু করো সদা বাস।

মনের মন্দিরে প্রভু করো সদা বাস।

পবন নন্দন সঙ্কট ’হরণ’

মঙ্গল মুরতি রুপ-

শ্রীরাম লক্ষ্মণ জানকী রঞ্জন;

তুমি হৃদয়ের ভুপ।

পবন নন্দন প্রবল বিক্রম

রাম অনুগত অতি-

চালিশা হেথায় সমাপন হয়,

পদে থাকে যেনো মতি।

পদে থাকে যেনো মতি।

পদে থাকে যেনো মতি।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *