Happy Divorce ( হ্যাপি ডিভোর্স) Bangla Lyrics By Nachiketa Chakraborty.
Happy Divorce ( হ্যাপি ডিভোর্স) Bangla Lyrics By Nachiketa Chakraborty.
Happy Divorce Song Credist :
Song : Happy Divorce
Lyrics, Music And Singer : Nachiketa Chakraborty
Guitars, Programming And Music Arrangement : GurCharan Bains
Voice Recording, Mix & Mastering : Dev Prasad
Concept And Direction : Nachiketa
DOP : Ram Anuj Bhattacharjee
Camera Assistant : Tapas Paul And Swapan Paul
Illustration : Godhuli Gupta
Animation : Debashis Ghosh
Edit And Color Correction : Anirban Maitra
Promo And Poster Design : Sunanda Chatterjee,Ram Anuj Bhattacharjee And Anirban Chatterjee
Production Controler : Sambit Banerjee And Anirban Chatterjee
Happy Divorce Lyrics In Bengali
মানুষটা আজকে বেশ খুশি। মানুষটা একটু ইনটক্সিগেটেড, বহুদিনের পরিশ্রম এবং বহুদিনের প্রতীক্ষার পরে অবশেষে কাগজটা তার হাতে এসেই গেছে। হ্যাঁ কাগজটা হলো – তার ডিভোর্স পেপার।
আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি
এবার এই পাওয়া মুক্তির সাথে।
আজ থেকে নেই কোনো দায় ভার
ভালো থাকার ভার এবার নিজের হাতে।
নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com
এবার ইচ্ছে মতন থাকা যখন তখন
কাটবে না সময় গুলো সংঘাতে।
আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি
এবার এই পাওয়া মুক্তির সাথে।
আজ থেকে জীবনে কি কি থাকবে না –
থাকবেনা কারো ভ্রুকুঞ্চনার গঞ্জনা
কিছুই পারিনা বলে শুধুই লাঞ্ছনা,
আধপোড়া খাবার খেয়ে বলতে তা মানা
থাকবেনা জীবন জুড়ে লম্বা যন্ত্রনা।
আজ থেকে ইচ্ছে মত টেলিভিশন দেখা
একা একা, মাঝ রাতে,
এবার ইচ্ছে মতন থাকা যখন তখন
কাটবে না সময় গুলো সংঘাতে।
আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি
এবার এই পাওয়া মুক্তির সাথে।
আজ থেকে জীবনে আর কি কি থাকবেনা তার একটা লিস্ট –
থাকবেনা আর টেলিফোনে বকবকানি
ঠিকে ঝি আসেনি বলে ন্যাকা কাঁদুনি,
থাকবেনা মাসের প্রথমে মাইনের দখল
শাড়ি দেখে দোকানের ঠান্ডা হাতছানি।
আজ থেকে ইচ্ছে মতো খাওয়া শোয়া আর ঘুম
এসি রুম, জাগা সুপ্রভাতে,
এবার ইচ্ছে মতন থাকা যখন তখন
কাটবে না সময় গুলো সংঘাতে।
আজ থেকে লম্বা একটা ছুটি লুটোপুটি
এবার এই পাওয়া মুক্তির সাথে।
কি কি থাকবেনা তার লিস্ট তো বলাই হয়েছে। এবার কি কি থাকবে এবং থেকেই যাবে –
থাকবে দেয়াল থেকে খুলে রাখা কারো ছবি
ধুলো মাখা খাটের নিচে,
থাকবে ঠান্ডা ছোঁয়া গরম কপালটাতে
খুব জ্বরে বৃষ্টি ভিজে।
থাকবে যত্নে রাখা কারো পুরোনো চিঠি
না নিয়ে যাওয়া সুটকেস,
থাকবে হাজার কথার ভিড়ে মোবাইল ফোনে
রেখে দেওয়া কারো এস এম এস।
আজ থেকে এই ফ্ল্যাটে থাকবো আমি
এবং কারো রংচটা স্মৃতি, একসাথে,
আমার ঘরকন্যে উধাও রাজকন্যে
আমার ঘরকন্যে উধাও রাজকন্যে
তার না দেখা ছোঁয়া সবটাতে,
আজ থেকে এই ফ্ল্যাটে থাকবো আমি
এবং কারো রংচটা স্মৃতি, একসাথে।