Hashimukh(হাসিমুখ) Bangla Lyrics By Piran Khan । Eka Pakhi Drama । Niloy Alamgir
Song : Hashimukh
Vocal : Nawshad Rahman & Benazir Binte Zilani
Music : Piran Khan
Cast : Niloy Alamgir & Mitil Farrokh
Label : NAF-Niloy Alamgir Film
Hashimukh Bangla Lyrics
তোমায় ভেবে গান লিখেছি
হটাৎ কাছে আসার
তোমার নামে নাম রেখেছি
নতুন এই পথ চলার
তোমায় আমি ভালোবাসি
তোমায় শুধু তোমায় চেয়েছি
হাসি মুখে আজ বলে দাও
তুমি আমার হবে
আসুক যত ঝড় তুফান
তুমি পাশেই রবে
হাসি মুখে আজ বলে দাও
তুমি আমার হবে
আসুক যত ঝড় তুফান
তুমি পাশেই রবে
কবিতার পাতায় শব্দের আচলে
আকি আমি শুধু তোমারই ছবি
তোমার প্রিয় কালো শাড়িতে
এই বৃষ্টিতে ভিজি একাকি
পাবে নিজেকে তুমি এই আমার
রেখে যাওয়া নাম গ্রহতে
সপ্নের আকাশে রাত্রি
যেতে দেব না হারিয়ে
আমি তোমায় ভালোবাসি
তোমায় শুধু তোমায় চেয়েছি
হাসি মুখে আজ বলে দাও
তুমি আমার হবে
আসুক যত ঝড় তুফান
তুমি পাশেই রবে
হাসি মুখে আজ বলে দিলাম
আমি তোমার হবো
আসুক যত ঝড় তুফান
আমি পাশেই রবো
দেখেছি তোমায় কোন এক বিকেলে
বাচবেনা মন সরে গেলে
বোঝাতে পারি না তোমায় মনের কথা
দেখাতে পারি না মনের আকুলতা
হাসি মুখে আজ বলে দাও
তুমি আমার হবে
আসুক যত ঝড় তুফান
তুমি পাশেই রবে
হাসি মুখে আজ বলে দাও
তুমি আমার হবে
আসুক যত ঝড় তুফান
তুমি পাশেই রবে
হাসি মুখে আজ বলে দিলাম
আমি তোমার হবো
আসুক যত ঝড় তুফান
আমি পাশেই রবো।।
Hashimukh Bangla Lyrics
Tomay vebe gan likhechi
Hotath kache asar
Tomar name nam rekhechi
Notun ei poth colar
Tomay ami valobasi
Tomay shudhu tomay ceyechi
Hasi mukhe aj bole dao
Tumi amar hobe
Asuk joto jhor tufan
Tumi pasei robe.