Hat katiya Rokto Diya 3(হাত কাটিয়া রক্ত দিয়া ৩) Bangla Lyrics By RA Azmir
Song : Hat katiya Rokto Diya 3
Vocal : RA Azmir
Lyrics : Lokman Chowdhury
Music : Sikder Akash
Label : Sikder Music Official
Hat katiya Rokto Diya 3 Bangla Lyrics
তোর নামের অক্ষর দিয়া
লেখি হাতে নাম
প্রেমের সাথী হইয়া রে
তুই দিলে নারে দাম
প্রথম অক্ষর তোর নামের
আজও হাতে লেখা
বেইমান প্রিয়া হয়না শুধু
তোর সাথে দেখা
হাত কাটিয়া প্রেম করিয়া
দিলাম তোরে মন
এখন আমি তোর ছলনায়
কান্দি সারাক্ষণ
হাত কাটিয়া প্রেম করিয়া
দিলাম তোরে মন
এখন আমি তোর ছলনায়
কান্দি সারাক্ষণ
কাটা হাতের রক্ত মাঝে
ছিল প্রেমের আশা
তোর নাম লেইখা আমি
বাধি মনে বাসা
কাটা হাতের রক্ত মাঝে
ছিল প্রেমের আশা
তোর নাম লেইখা আমি
বাধি মনে বাসা
যেদিন লেখি নামটি তোর
আমার কোমল হাতে
শপথ কইরা বইলা ছিলে
থাকবে আমার সাথে
হাত কাটিয়া প্রেম করিয়া
দিলাম তোরে মন
এখন আমি তোর ছলনায়
কান্দি সারাক্ষণ
হাত কাটিয়া প্রেম করিয়া
দিলাম তোরে মন
এখন আমি তোর ছলনায়
কান্দি সারাক্ষণ
হইলি সৃতি প্রানের প্রিয়া
নামটি হলো আসল
হাত কাটিয়া প্রেম করিয়া
ব্যর্থ প্রেমের ফসল
হইলি সৃতি প্রানের প্রিয়া
নামটি হলো আসল
হাত কাটিয়া প্রেম করিয়া
ব্যর্থ প্রেমের ফসল
হাত কাটিলাম তোর লাগিয়া
তুই তো বুঝলে না
হাত কাটিয়াও পাইলাম নারে
এটাই বেদনা
হাত কাটিয়া প্রেম করিয়া
দিলাম তোরে মন
এখন আমি তোর ছলনায়
কান্দি সারাক্ষণ
হাত কাটিয়া প্রেম করিয়া
দিলাম তোরে মন
এখন আমি তোর ছলনায়
কান্দি সারাক্ষন।।
Hat katiya Rokto Diya 3 Bangla LyricsLyrics
Tor namer okkhor diya
Lekhi hate nam
Premer sathi hoiya re
Tui dile nare dam
Prothome okkhor tor namer
Ajo hate lekha
Beiman priya hoy na sudhu
Tor sathe dekha