Hawai Mithai(হাওয়াই মিঠাই) Bangla Lyrics By Mahtim Sakib
Song : Hawai Mithai
Vocal : Mahtim Sakib
Lyrics : Prosenjit Ojha
Music : Shovon Roy
Label : Protune
Hawai Mithai Bangla Lyrics
আমি হাওয়ায় বসে বসে
হাওয়াই মিঠাই খাই,
আর তােমার সাদা চিনিতে
পছন্দের রঙ মিশাই।
তুমি স্বপ্নে আসাে স্বপ্নে ভাসাে
তােমার স্বপ্নেই বসবাস,
তােমায় কাছে চাইলে
ছুঁতে গেলে হয় আমার সর্বনাশ।
তুমি আমার স্বপ্নে
আরাে আরাে রঙ মাখাও,
আমি রঙের মাঝে হারিয়ে যাব
খুঁজে পাবেনা কোথাও।
তুমি কেনো রঙ তুলিতে
হৃদয় বানাও ক্যানভাস,
ভালােবাসা তােমার কাছে
রােজকার কিছু অভ্যাস।
তুমি কেনো রঙ তুলিতে
হৃদয় বানাও ক্যানভাস,
ভালােবাসা তােমার কাছে
রােজকার কিছু অভ্যাস।
আমায় তুমি ভাবাে কেনো
ফরমায়েশি কবি,
যেমন খুশি তেমন করে
আঁকবাে তােমার ছবি।
আমায় তুমি ভাবাে কেনো
ফরমায়েশি কবি,
যেমন খুশি তেমন করে
আঁকবাে তােমার ছবি।
তােমার ঘােরে কাটে আমার
সকাল দুপুর রাত,
তুমি কেনো শুনাও তােমার
মিথ্যে অজুহাত।
তুমি আমার স্বপ্নে
আরাে আরাে রঙ মাখাও,
আমি রঙের মাঝে হারিয়ে যাব
খুঁজে পাবেনা কোথাও।
তুমি কেনো রঙ তুলিতে
হৃদয় বানাও ক্যানভাস,
ভালােবাসা তােমার কাছে
রােজকার কিছু অভ্যাস।
তুমি কেনো রঙ তুলিতে
হৃদয় বানাও ক্যানভাস,
ভালােবাসা তােমার কাছে
রােজকার কিছু অভ্যাস।
আমি হাওয়ায় বসে বসে
হাওয়াই মিঠাই খাই,
আর তােমার সাদা চিনিতে
পছন্দের রঙ মিশাই।
তুমি স্বপ্নে আসাে স্বপ্নে ভাসাে
তােমার স্বপ্নেই বসবাস,
তােমায় কাছে চাইলে
ছুঁতে গেলে হয় আমার সর্বনাশ।
তুমি আমার স্বপ্নে
আরাে আরাে রঙ মাখাও,
আমি রঙের মাঝে হারিয়ে যাব
খুঁজে পাবেনা কোথাও।
তুমি কেনো রঙ তুলিতে
হৃদয় বানাও ক্যানভাস,
ভালােবাসা তােমার কাছে
রােজকার কিছু অভ্যাস।
Hawai Mithai Bangla Lyrics
Ami haoyay bose bose
Haoyai mithai khai
Ar tomar sada cinite
Pochonder rong mishai
Tumi sopne aso sopne vaso
Tomar sopnei bosobash
Tomay kache caile
Chute gele hoy amar sorbonash