Hazar Bochor (হাজার বছর) Bengali Lyrics By Papon & Meghna Mishra.

 Hazar Bochor (হাজার বছর) Bengali Lyrics By Papon & Meghna Mishra.

Hazar Bochor (হাজার বছর) Bengali Lyrics By Papon & Meghna Mishra.

Born Fire Song Info:

Song:

Hazar Bochor

Singer: Papon & Meghna Mishra
Lyrics: Arin
Tune: Arin
Music: Arin
Music Label: Times Music Bangla

Hazar Bochor Lyrics in Bengali 

কাছে এসে আমায়

এঁকে দিলি ঠোঁটে সুখ

টুপটাপ আদরে, ইচ্ছেরা

থাকে না চুপ

মিশে যাক তোর আমার

ঘামে আঁকা আঁকিবুকি

আজ তোর সাথে বৃদ্ধ হতে চাই

হাজার বছর শুধু তোকে চাই

আজ তোর সাথে বৃদ্ধ হতে চাই

হাজার বছর শুধু তোকে চাই

বারেবারে কাছে আসা

তোর আদরে সাজবো বলে

কাছে আসা

রঙে মিলেমিশে যাওয়া

তোর ঐ চোখের কাজল হয়ে

মিশে যাওয়া

যাচ্ছি হারিয়ে, তোর উষ্ণতা জড়িয়ে

আজ তোর সাথে বৃদ্ধ হতে চাই

হাজার বছর শুধু তোকে চাই

আজও কত কথা আছে বাকি

বলা হয়নি যে

নীরবতায় বইছে হাওয়া

পাল তুলে দে

ছেঁড়া স্মৃতি ধুলো মাখা হলেও

আজও খুঁজি নানা অজুহাতে

আজ তোর সাথে বৃদ্ধ হতে চাই

হাজার বছর শুধু তোকে চাই।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *