Hoibo Bichar (হইবো বিচার) Bangla Lyrics By Samz Vai
Song : Hoibo Bichar
Vocal : Samz Vai
Lyrics : R A Ashraful
Tune : F A Sumon
Music : MMP Rony
Label : Gaanbuzz
Hoibo Bichar Bangla Lyrics
সু-সময়ে ছিলা সুজন
চলে গেলা নিদানে
কতো আপন জানি তোমায়
জানে গো বিধি জানে
সু-সময়ে ছিলা সুজন
চলে গেলা নিদানে
কতো আপন জানি তোমায়
জানে গো বিধি জানে
অবিচারের হইবো বিচার
কাল হাশরের ময়দানে
অবিচারের হইবো বিচার
কাল হাশরের ময়দানে
সু-সময়ে ছিলা সুজন
চলে গেলা নিদানে
কতো আপন জানি তোমায়
জানে গো বিধি জানে
তোমার লাইগা কাদলাম আমি
বাসলাম কতো ভালো
নিঠুরিয়া মনটা তোমার
অন্তর ছিল কালো
তোমার লাইগা কাদলাম আমি
বাসলাম কতো ভালো
নিঠুরিয়া মনটা তোমার
অন্তর ছিল কালো
একফোঁটাও দিলানা সুখ
দুঃখ সিতান পইথানে
সু-সময়ে ছিলা সুজন
চলে গেলা নিদানে
কতো আপন জানি তোমায়
জানে গো বিধি জানে
ভাইঙা দিলা মনটা তুমি
করলা দুচোখ নদী
কি অপরাধ ছিলো আমার
একটু বলতা যদি
ভাইঙা দিলা মনটা তুমি
করলা দুচোখ নদী
কি অপরাধ ছিলো আমার
একটু বলতা যদি
এতো জালা অন্তর ফালা
কেমনে সইবো পরানে
সু-সময়ে ছিলা সুজন
চলে গেলা নিদানে
কতো আপন জানি তোমায়
জানে গো বিধি জানে।।
Hoibo Bichar Bangla Lyrics
Su somoye chila sujon
Cole gela nidane
Koto apon jani tomay
Jane go bidhi jane
Obicharer hoibo bichar
Kal hashorer moydane
Obicharer hoibo bichar
Kal hashorer moydane
Tomar laiga kadlam ami
Baslam koto valo
Nithuriya monta tomar
Ontor chilo kalo