Hotath Dekha (হটাৎ দেখা) Bangla Lyrics By Rezwan Sheikh। Together Bangla Natok By Tausif & Mithila.

Hotath Dekha (হটাৎ দেখা) Bangla Lyrics By Rezwan Sheikh। Together Bangla Natok By Tausif & Mithila.

Song : Hotath Dekha

Singer : Rezwan Sheikh

Lyrics : Preety Dutta

Music: Rezwan Sheikh

Label : Club 11 Entertainment 

 

Hotath Dekha Bangla Lyrics 

হঠাৎ দেখা কিসের টানে 

তুমি আমার সুরে গানে 

কাঠফাটা রোদে একফোটা বৃষ্টি 

হঠাৎ দেখা কিসের টানে 

তুমি আমার সুরে গানে 

কাঠফাটা রোদে একফোটা বৃষ্টি 

খুজি তোমায় অকারণে বারে বারে

তোমায় চাইছে এমন হাজার বারে

ভীষণ আদর মিষ্টি ভোর 

তাই করছি বারেবার আবদার

ভীষণ আদর মিষ্টি ভোর 

তাই করছি বারেবার আবদার 

শুনছো তুমি জানি আমি

ডাক পাঠাচ্ছি মেঘের গান 

সবুজ ঘাসের আলতো ছোঁয়ায়

নতুন প্রেমের মিষ্টি ঘ্রাণ 

শুনছো তুমি জানি আমি

ডাক পাঠাচ্ছি মেঘের গান 

সবুজ ঘাসের আলতো ছোঁয়ায়

নতুন প্রেমের মিষ্টি ঘ্রাণ 

খুজি তোমায় অকরণে বারে বারে

তোমায় চাইছে এমন হাজার বারে

ভীষণ আদর মিষ্টি ভোর 

তাই করছি বারেবার আবদার

ভীষণ আদর মিষ্টি ভোর 

তাই করছি বারেবার আবদার 

কেন দূরে সরে সরে 

মেঘ আমার ঘর জুড়ে

তোর দরজায় কড়া নেড়ে

মন রেখে এসেছি ভুলে

কেন দূরে সরে সরে 

মেঘ আমার ঘর জুড়ে

তোর দরজায় কড়া নেড়ে

মন রেখে এসেছি ভুলে 

খুজি তোমায় অকরণে বারে বারে

তোমায় চাইছে এমন হাজার বারে

ভীষণ আদর মিষ্টি ভোর 

তাই করছি বারেবার আবদার

ভীষণ আদর মিষ্টি ভোর 

তাই করছি বারেবার আবদার।। 

Hotath Dekha Bangla Lyrics 

Hotath Dekha kiser tane

Tumi Amar sure gane

Kathfata rode ek fota bristy

Khuji tomay okarone bare bare

Tomay caiche emon hajar bare

Vision ador misty vor

Tai korchi bare bar abdar 

Vision ador misty vor

Tai korchi bare bar abdar. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *