Hotath Elo Prem (হটাৎ এলো প্রেম) Bangla Lyrics By Rehaan Rasul.

 Hotath Elo Prem (হটাৎ এলো প্রেম) Bangla Lyrics By Rehaan Rasul.

Hotath Elo Prem (হটাৎ এলো প্রেম) Bangla Lyrics By Rehaan Rasul.


Song : Hotath Elo prem 

Drama : Dowa

Singer : Rehaan Rasul

Lyrics : M A Alam Shuvo

Tune & Music : Rezwan Sheikh 

Story & Direction : Mahmudur Rahman Hime

DOP: Raju Raj

Script : Dayal Saha

Edit & Colour : Jobayar Abir Peal

Producer : Tanvir Mahmood Apu

 Label : Sultan Entertainment

Hotath Elo Prem Song Lyrics In Bengali 

মওলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে 

দমে দমে ক্ষনে ক্ষনে তোরই কথা বলে,

মওলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে 

দমে দমে ক্ষনে ক্ষনে তোরই কথা বলে ..

হঠাৎ এলো প্রেম ভেসে প্রথম তোকে দেখে 

লুকানো ইচ্ছে গুলো ছুটছে তোর দিকে,

হঠাৎ এলো প্রেম ভেসে প্রথম তোকে দেখে 

লুকানো ইচ্ছে গুলো ছুটছে তোর দিকে,

মায়াবী চোখ দুটো তোর, চিরকুটে জমানো আদর 

রোজ পাঠাবো তোর ঠিকানায় ..

তোর পাশে জেনে না আমাকে মানায় 

ভালোবাসি তোকে আমি শত বাহানায়,

তোর পাশে জেনে না আমাকে মানায় 

ভালোবাসি তোকে আমি শত বাহানায়।

একটাবার দেখতে তোকে, পথে দাঁড়িয়ে থাকি 

যা ভাবার ভাবুক লোকে, কল্পনায় তোকে আঁকি। 

হুম.. একটাবার দেখতে তোকে, পথে দাঁড়িয়ে থাকি 

যা ভাবার ভাবুক লোকে, কল্পনায় তোকে আঁকি। 

চোখ দুটো তোর চিরকুটে জমানো আদর 

রোজ পাঠাবো তোর ঠিকানায় ..

তোর পাশে জেনে না আমাকে মানায় 

ভালোবাসি তোকে আমি শত বাহানায়,

তোর পাশে জেনে না আমাকে মানায় 

ভালোবাসি তোকে আমি শত বাহানায়।

মওলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে 

দমে দমে ক্ষনে ক্ষনে তোরই কথা বলে,

মওলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে 

দমে দমে ক্ষনে ক্ষনে তোরই কথা বলে ..

তোর শহরের দেয়াল জুড়ে, মনের কথা লিখি

দেখনা একবার তুই ফিরে, কেমন হয়ে থাকি। 

ও ও তোর শহরের দেয়াল জুড়ে, মনের কথা লিখি

দেখনা একবার তুই ফিরে, কেমন হয়ে থাকি। 

তোর পাশে জেনে না আমাকে মানায় 

ভালোবাসি তোকে আমি শত বাহানায়,

তোর পাশে জেনে না আমাকে মানায় 

ভালোবাসি তোকে আমি শত বাহানায়।

মওলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে 

দমে দমে ক্ষনে ক্ষনে তোরই কথা বলে,

মওলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে 

দমে দমে ক্ষনে ক্ষনে তোরই কথা বলে 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *