Hoy NaTo Ar Valobasabasi (হয়না তো আর ভালোবাসাবাসি) Bangla Lyrics By Samz Vai.
Song : Hoy NaTo Ar Valobasabasi
Singer : Samz Vai
Lyrics : Lanju Shamim
Tune : Fardin Khan
Music : Samz Vai
Label : LS Music BD
Hoy NaTo Ar Valobasabasi Bangla Lyrics
বন্ধু তুমি ওই আকাশের চাঁদ
আমি আধার নিশি
আগের মতো হয়না তো আর
ভালো বাসাবাসি
বন্ধু তুমি ওই আকাশের চাঁদ
আমি আধার নিশি
আগের মতো হয়না তো আর
ভালো বাসাবাসি
আগের মতো পথ চলো না
হয়ে পাশাপাশি
এখন শুধু সপ্নমাঝে
তোমার কাছে আসি
আগের মতো পথ চলো না
হয়ে পাশাপাশি
এখন শুধু সপ্নমাঝে
তোমার কাছে আসি
একপলকের আড়াল হলে
হতে দিশেহারা
সেই তুমি আজ কেমনে থাকো
এই আমাকে ছাড়া
আমি তো আগের মতোই
তোমার ওই আশায়
বকুল বনে আসি
আগের মতো হয়না তো আর
ভালো বাসাবাসি
আগের মতো পথ চলো না
হয়ে পাশাপাশি
এখন শুধু সপ্নমাঝে
তোমার কাছে আসি
আগের মতো পথ চলো না
হয়ে পাশাপাশি
এখন শুধু সপ্নমাঝে
তোমার কাছে আসি
যনম যনম থাকবে তুমি
আমার পাশে বলে
এ বুকে মাথা রেখে
কথা দিয়েছিলে
সেই তুমি দূর আকাশের তারা
আমি শুধু একা একা
দুঃখের খেয়ায় ভাসি
আগের মতো হয়না তো আর
ভালো বাসাবাসি
আগের মতো পথ চলো না
হয়ে পাশাপাশি
এখন শুধু সপ্নমাঝে
তোমার কাছে আসি
আগের মতো পথ চলো না
হয়ে পাশাপাশি
এখন শুধু সপ্নমাঝে
তোমার কাছে আসি।।