Hoyto Tomar Sathe (হয়তো তোমার সাথে) Bangla Lyrics By Imran Mahmudul

Hoyto Tomar Sathe (হয়তো তোমার সাথে) Bangla Lyrics By Imran Mahmudul 

Song : Hoyto Tomar Sathe

Vocal : Imran Mahmudul 

Lyrics : Jamal Hossain 

Tune : Avi Akash

Music : Rezwan Sheikh 

Label : Rangon Music 

 

Hoyto Tomar Sathe Bangla Lyrics 

হয়তো তোমার সাথে 

দেখা না হলে

জীবন আমার ওগো 

যেতো বিফলে 

হয়তো তোমার সাথে 

দেখা না হলে

জীবন আমার ওগো 

যেতো বিফলে 

কি করে শুধিবো

আমি তোমার ঋন

থাকো যদি তুমি হায়

চোখের আড়ালে

চোখের আড়ালে

হয়তো তোমার সাথে 

দেখা না হলে

জীবন আমার ওগো 

যেতো বিফলে 

জীবন আমার ওগো 

যেতো বিফলে 

জীবন আমার ছিল 

যখন এলোমেলো

তোমার সাথে তখন 

দেখা হয়েছিল 

সাজিয়ে জীবন আমার 

নিজের হাতে

সে জীবন থেকে তুমি 

কেন পালালে

কি করে শুধিবো

আমি তোমার ঋন

থাকো যদি তুমি হায়

চোখের আড়ালে

চোখের আড়ালে

হয়তো তোমার সাথে 

দেখা না হলে

জীবন আমার ওগো 

যেতো বিফলে 

জীবন আমার ওগো 

যেতো বিফলে 

নয়ন আমার খোজে 

তোমায় বার বার

কাদিয়ে তাকে আর

থেকো না আড়ালে 

আলোর ভুবনে আবার 

নামবে আধার

সাজানো জীবন থেকে 

তোমায় হারালে

কি করে শুধিবো

আমি তোমার ঋন

থাকো যদি তুমি হায়

চোখের আড়ালে

চোখের আড়ালে

হয়তো তোমার সাথে 

দেখা না হলে

জীবন আমার ওগো 

যেতো বিফলে 

জীবন আমার ওগো 

যেতো বিফলে।। 

Hoyto Tomar Sathe Bangla Lyrics

Hoyto tomar sathe 

Dekha na hole

Jibon amar ogo 

Jeto bifole

Ki kore shudhibo 

Ami tomar hrin

Thako jodi tumi hay

Chokher arale

Chokher arale

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *