Hridoy Tomar(হৃদয় তোমার) Bangla Lyrics By Imran Mahmudul
Song : Hridoy Tomar
Vocal : Imran Mahmudul
Lyrics : Shahidullah Faraizee
Tune : Nazir Mahmud
Music : Ayon Chakladar
Label : Soundtek
Hridoy Tomar Bangla Lyrics
হৃদয়ে তোমার ডুবে থাকার
সপ্ন দেখি আমি বার বার
হৃদয়ে আমার হবে অভিসার
বলে ছিলে তুমি বার বার
হৃদয়ে তোমার ডুবে থাকার
সপ্ন দেখি আমি বার বার
হৃদয়ে আমার হবে অভিসার
বলে ছিলে তুমি বার বার
তবু আজও দেখি তুমি
শুধুই তোমার
ভালোবাসতে ভালো লাগে না আমার
ভালোবাসতে ভালো লাগে না আমার
হৃদয়ে তোমার ডুবে থাকার
সপ্ন দেখি আমি বার বার
তারার চেয়েও তুমি দামী
দেখে তোমায় মুগ্ধ আমি
বাতাসও হাসে পুর্নিমা রাতে
বিশাল আকাশ জুড়ে পাগলামি
তারার চেয়েও তুমি দামী
দেখে তোমায় মুগ্ধ আমি
বাতাসও হাসে পুর্নিমা রাতে
বিশাল আকাশ জুড়ে পাগলামি
তবু আজও দেখি তুমি
শুধুই তোমার
ভালোবাসতে ভালো লাগে না আমার
ভালোবাসতে ভালো লাগে না আমার
হৃদয়ে তোমার ডুবে থাকার
সপ্ন দেখি আমি বার বার
পাগল হয়ে কাছে এসে
ভালোবেসে অবশেষে
কতো না হেসে জোয়ারে ভেসে
কেনো আবার বিরহে ভাসে
পাগল হয়ে কাছে এসে
ভালোবেসে অবশেষে
কতো না হেসে জোয়ারে ভেসে
কেনো আবার বিরহে ভাসে
তবু আজও দেখি তুমি
শুধুই তোমার
ভালোবাসতে ভালো লাগে না আমার
ভালোবাসতে ভালো লাগে না আমার
হৃদয়ে তোমার ডুবে থাকার
সপ্ন দেখি আমি বার বার।।
Hridoy Tomar Bangla Lyrics
Hridoye tomar dube thakar
Shopno dekhi ami bar bar
Hridoye amar hobe ovisar
Bole chile tumi bar bar
Tobu ajo dekhi tumi
Shudhui tomar
Valobaste valo lage na amar
Valobaste valo lage na amar.