Hridoyer Lena Dena (হৃদয়ের আয়না) Bangla Lyrics By SI Tutul.

Hridoyer Lena Dena (হৃদয়ের আয়না) Bangla Lyrics By  SI Tutul.

Song : Hridoyer Lena Dena

Drama : Putuler Shongshar

Vocal, Music & Tune : S I Tutul

Lyrics : Meghdut

Director : Masud Al Jaber

Label : G Series

Hridoyer Lena Dena Bangla Lyrics 

হৃদয়ের লেনাদেনা

এপারেতে আর হবেনা,

হৃদয়ের লেনা দেনা

এপারেতে আর হবেনা,

দেখা হবে, দেখা হবে ঐ পারে

তোমার আমার দেখা হবে ঐ পারে, বন্ধু

তোমার আমার দেখা হবে ওই পারে,

তোমার আমার দেখা হবে ওই পারে, বন্ধু

তোমার আমার দেখা হবে ওই পারে।

আমি জনম জনম ঘুরিয়া

তোমায় কাছে না পাইয়া,

ভালোবাসা রাখিলাম যতন করে

বন্ধু যত্ন করে।

ও.. তোমার প্রেমে মজিয়া

চোখের জলে ভাসিয়া,

কেউ জানে না কিসের আগুন

আমার অন্তরে, বন্ধু আমার অন্তরে

হৃদয়ের লেনা দেনা

এপারেতে আর হবেনা,

দেখা হবে, দেখা হবে ওই পারে

তোমার আমার দেখা হবে ওই পারে, বন্ধু

তোমার আমার দেখা হবে ওই পারে।

থাকিও থাকিও তুমি

ঐপারেতে গিয়া,

আসিবো আসিবো আমি

প্রেমের তরী নিয়া, বন্ধু

প্রেমের তরী নিয়া।

ও.. তোমার আমার এই প্রনয়ে

ভুল যদি না থাকে,

ওই পারেতে আইসো তুমি

প্রেমো মালা হাতে, বন্ধু

প্রেমো মালা হাতে।

হৃদয়ের লেনাদেনা

এপারেতে আর হবে না,

হৃদয়ের লেনা দেনা

এপারেতে আর হবেনা,

দেখা হবে, দেখা হবে ঐ পারে

তোমার আমার দেখা হবে ঐ পারে, বন্ধু

তোমার আমার দেখা হবে ওই পারে, বন্ধু

ওই পারে,

তোমার আমার দেখা হবে ওই পারে, বন্ধু

তোমার আমার দেখা হবে ওই পারে।

Hridoyer Lena Dena Bangla Lyrics 

Hridoyer lenadena eparete aar hobe na

Dekha hobe dekha hobe oi pare

Tomar amar dekha hobe oi pare bondhu

Tomar amar dekha hobe oipare

Ami jonom jonom ghuriya

Tomay kache na paiya

Valobasha rakhilam joton kore bondhu

Tomar preme mojiya chokher jole vasiya

Keu jane na kiser aagun

Amar ontone bondhu amar antore

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *