Jalsaghar ( জলশাঘর) Bangla Song Lyrics By Anupam Roy.

Jalsaghar ( জলশাঘর) Bangla Song Lyrics By Anupam Roy.

Jalsaghar ( জলশাঘর) Bangla Song Lyrics By Anupam Roy.

 Here We Present You With the song ‘Jalsaghar’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Anupam Roy’. Hope You Will Enjoy The Song. 

Song : Jalsaghar 

Music, Lyrics and Vocals : Anupam Roy

Arrangement and guitar : Santanu Datta

Additional programming : Shamik Chakravarty

Drums : Sandipan Parial

Recorded by : Ananjan Chakraborty

Artwork and animation : Yamini Sujan

Lyric video : Mahuya Pramanik

Jalsaghar Song Lyrics 

একটা লাল ঘুড়ি ওড়ে 

মিশকালো আকাশে,

হাওয়ার গতি বাড়ে 

এই বৈশাখ মাসে। 

বনেদি বাড়ির ছাদে 

পায়রা উড়েছে যত, 

ঘর চিনে নিতে পারবে তো ?

ভীষণ ধূলো ওড়ে 

সব যাবে ঢেকে,

তবু মানুষ খোঁজে অতীত 

অতীত খোঁজে কাকে?

কেউ কথা তো রাখেনি আর 

জাহাজ ফেরেনি ঘরে 

সারাবেলা একা নেশা করে। 

তবু যদি পারি 

তোমায় একদিন দেখাবো, 

আমার জলসাঘরে,

নিয়ে যাব, নিয়ে যাব, নিয়ে যাব। 

ওই লাল ঘুড়িটাকে 

কেউ নামাতে পারেনি,

ওটা আপন মেজাজে 

যেন কখনো হারেনি। 

যে রেখেছে সুতো হাতে 

আঙুল কেটেছে তাতে,

কেউ কি পেরেছে বোঝাতে?

যখন ছিল সময় 

সবকিছুর ছিল মানে,

এখন এই ক্ষত 

শুধু বাড়ে অপমানে। 

এক দু ফোঁটা বৃষ্টি গায়ে 

পড়বে বিদ্যুৎ চমকাবে 

হঠাৎ সুতোটা ছিঁড়ে যাবে। 

তবু যদি পারি 

তোমায় একদিন দেখাবো, 

আমার জলসাঘরে,

নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *