Jani Tui Firbi Na(জানি তুই ফিরবি না) Bangla Lyrics By RA Azmir
Jani Tui Firbi Na(জানি তুই ফিরবি না) Bangla Lyrics By RA Azmir
Song : Jani Tui Firbi Na
Vocal : RA Azmir
Lyrics : RA Azmir
Label : Sikdar Music Official
Jani Tui Firbi Na Bangla Lyrics
এই শূন্য মনে আজ
কোন পুর্ন তা নেই,
জানি তুই ফিরবি না
তবু সেই আসায় রই,
এই শূন্য মনে আজ
কোন পুর্ন তা নেই,
জানি তুই ফিরবি না
তবু সেই আসায় রই,
তুই চাইলে বৃষ্টি হবো
তুই চাইলে রৌদ্রু হবো,
তুই চাইলে বৃষ্টি হবো
তুই চাইলে রৌদ্রু হবো,
তবু আয়রে ফিরে আয়
আমার মনের পাখিটা,
এই শূন্য মনে আজ
কোন পুর্ন তা নেই,
জানি তুই ফিরবি না
তবু সেই আসায় রই,
তুই জানি ফিরবি না
আমার মনযে মানে না,
তুই জানি ফিরবি না
আমার মনযে মানে না,
তুই চাইলে আমি হব,
তোর অল্প রাতের গল্প,
তুই চাইলে আমি হব,
তোর অল্প রাতের গল্প,
তবু আয়রে ফিরে আয়
এই রাতের জোসোনায়,
এই শূন্য মনে আজ
কোন পুর্ন তা নেই,
জানি তুই ফিরবি না
তবু সেই আসায় রই,
এই শূন্য মনে আজ
কোন পুর্ন তা নেই,
জানি তুই ফিরবি না
তবু সেই আসায় রই,
তোর কল্পনাতের ও দিন
আমি ইচ্ছে ডানায় খুজি,
তোর কল্পনাতের ও দিন
আমি ইচ্ছে ডানায় খুজি,
তুই চাইলে বৃষ্টি হবো
তুই চাইলে রৌদ্রু হবো,
তুই চাইলে বৃষ্টি হবো
তুই চাইলে রৌদ্রু হবো,
তবু আয়রে ফিরে আয়
আমার মনের বাগিচায়,
এই শূন্য মনে আজ
কোন পুর্ন তা নেই,
জানি তুই ফিরবি না
তবু সেই আসায় রই,
এই শূন্য মনে আজ
কোন পুর্ন তা নেই,
জানি তুই ফিরবি না
তবু সেই আসায় রই,
এই শূন্য মনে আজ
কোন পুর্ন তা নেই,
জানি তুই ফিরবি না
তবু সেই আসায় রই,
Jani Tui Firbi Na Bangla Lyrics
Ei shunno mone aj
Kono purnnota nei,
Jani tui firbina
Tobu sei asay roi,
Tui caile bristy hobo
Tui caile roudru hobo,
Tobu ay re fire ay
Amar moner palhita