Jar Jonno Ghao Banailam (যার জন্য ঘাও বানাইলাম) Lyrics By Akash Mahmud.

 Jar Jonno Ghao Banailam (যার জন্য ঘাও বানাইলাম) Lyrics By Akash Mahmud. 

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Jar Jonno Ghao Banailam (যার জন্য ঘাও বানাইলাম) গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Jar Jonno Ghao Banailam (যার জন্য ঘাও বানাইলাম)  গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Jar Jonno Ghao Banailam (যার জন্য ঘাও বানাইলাম)  গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Jar Jonno Ghao Banailam (যার জন্য ঘাও বানাইলাম) Lyrics By Akash Mahmud.

Song: Jar Jonno Ghao Banailam (যার জন্য ঘাও বানাইলাম)

Vocals: Akash Mahmud

Lyrics: Mostafa Kamal

Tune & Music: Rohan Raj

Mix Mastering: Rohan Raj

Music Label: SO MUSIC


Jar Jonno Ghao Banailam Lyrics In Bengali 

যার জন্য ঘাও বানাইলালাম বুকেরি ভেতর

সে মানষই নুনরে ছিটা দিলো তার উপর (২)

যার জন্য জীবনটারে দিয়েছি উৎসর্গ করে

সেই তো আমায় নিয়ে হায়রে  খেললো আপন পর

নিজের ভুলে নিজেই এখন হইলাম যাযাবর

আমি নিজের ভুলে নিজেই এখন হইলাম যাযাবর (২)

নিজের হাতে আদর কইরা খাওয়াইছিলাম যারে

আমারে দেখে না সে আর রঙ্গিন চশমা পরে

ও…. নিজের হাতে আদর কইরা খাওয়াইছিলাম যারে

আমারে দেখে না সে আর রঙ্গিন চশমা পরে

মানুষ কত হয়রে বেইমান দিয়া গেলি তুই সে প্রমান

আমারে ছারিয়া করলি ভুল মানুষের ঘর

নিজের ভুলে নিজেই এখন হইলাম যাযাবর

আমি নিজের ভুলে নিজেই এখন হইলাম যাযাবর (২)

অর্থলোভে মন খাঙ্গিতে কাপেনি যার বুক

বোকার মত সেই বুকেতে খুজলাম আমি সুখ

ও…… অর্থলোভে মন খাঙ্গিতে কাপেনি যার বুক

বোকার মত সেই বুকেতে খুজলাম আমি সুখ

দুঃখ পেলাম কপাল দোষে দুধ কলাতে কাল সাপ পুষে

বুজি নাই সে হতে পারে এতো স্বার্থপর

নিজের ভুলে নিজেই এখন হইলাম যাযাবর

আমি নিজের ভুলে নিজেই এখন হইলাম যাযাবর (২)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *