Jar Pure Se Jane (যার পুরে সে জানে) Bengali Lyrics By Fazlur Rahman Babu.
Song Name : Jar Pure Se Jane
Singer : Fazlur Rahman Babu
Tune & Music : Kamruzzaman Rabbi
Lyrics : Shamrat Sha
Music Label : World Music
Star Cast : Jobayer Khan, Saroyar Hossain Pavel, Mou, Ayat
Release On : 9 November 2022
Jar Pure Se Jane Lyrics in Bengali
হৃদয় ভাঙার কি যে জ্বালা
যার জ্বালা সে জানে
চোখের জলে বুক ভাইসা যায়
স্মৃতি বইয়া টানে
ও ও.. লা লা লা
হৃদয় ভাঙার কি যে জ্বালা
যার জ্বালা সে জানে
চোখের জলে বুক ভাইসা যায়
স্মৃতি বইয়া টানে
যার ভাঙে সে জানে গো
যার পুড়ে সে জানে
যার ভাঙে সে জানে গো
যার পুড়ে সে জানে
সাধ করে মন দিয়াছিলাম
পাষান বন্ধুর সনে
পুইড়া গেল অভাগার মন
পিরিতের আগুনে
ও.. সাধ করে মন দিয়াছিলাম
পাষান বন্ধুর সনে
পুইড়া গেল অভাগার মন
পিরিতের আগুনে
যার পুড়ে সে জানে গো
যার ভাঙে সে জানে
যার পুড়ে সে জানে গো
যার ভাঙে সে জানে
প্রেমের জলে ডুবলো যে জন
দুঃখেরও সাগরে
তোরে ছাড়া কেমনে বাঁচি
পাষান এ সংসারে
ও.. প্রেমের জলে ডুবলো যে জন
দুঃখেরও সাগরে
তোরে ছাড়া কেমনে বাঁচি
পাষান এ সংসারে
যার ডোবে সে জানে গো
যার ভাঙে সে জানে
যার ডোবে সে জানে গো
যার ভাঙে সে জানে
হৃদয় ভাঙ্গার কি যে জ্বালা
যার জ্বালা সে জানে
চোখের জলে বুক ভাইসা যায়
স্মৃতি বইয়া টানে
ও ও.. লা লা লা
হৃদয় ভাঙ্গার কি যে জ্বালা
যার জ্বালা সে জানে
চোখের জলে বুক ভাইসা যায়
স্মৃতি বইয়া টানে
যার ভাঙে সে জানে গো
যার পুড়ে সে জানে
যার ভাঙে সে জানে গো
যার পুড়ে সে জানে
হৃদয় ভাঙ্গার কি যে জ্বালা
যার ভাঙ্গে সে জানে।।