Jatiner Cha Dokane (যতিনের চা দোকানে) Bangla Lyrics By Gopal Adhikari.

 Jatiner Cha Dokane (যতিনের চা দোকানে) Bangla Lyrics By Gopal Adhikari.

Jatiner Cha Dokane (যতিনের চা দোকানে) Bangla Lyrics By Gopal Adhikari.

Song : Jatiner Cha Dokane

Vocal And Music : Gopal Adhikari

Music Advisor : V. Balsara

Lyrics : Gopal Adhikari

Music Label : Sony Music Entertainment India Pvt. Ltd

Jatiner Cha Dokane Lyrics in Bengali 

হঠাৎ দেখি পাড়ার কোণে

যতীনের চা দোকানে,

হঠাৎ দেখি পাড়ার কোণে

যতীনের চা দোকানে,

কে যেন চশমা চোখে

ঠ্যাঙের উপর ঠ্যাঙটি রেখে,

পাশে আছে চায়ের গেলাস

পোজ যেনো ফাস্ট-কেলাস,

হাতে নিয়ে খবর কাগজ

পড়ছেন আপন মনে,

যতীনের চা দোকানে,

যতীনের চা দোকানে। 

হ্যাঁ… মুখ যেন চেনা চেনা

মুখ যেন চে-না

এ মোদের নরহরি না ?

হোঁচট খেলুম এ কি রে ভাই

কি যে করি হায় কোথা যাই,

লরহরি পড়ছে কাগজ

টেরিফিক বিউটি সে পোজ,

ঢোক গিলে কাছে গিয়ে

চোখ টা কে রগড়ে নিয়ে,

বললুম লরহরি দা

লাগছে ভীষণ ধাঁধা,

কেটে দেখো এক চিমটি

আমি কি জেগে আছি?

তুমি সেই লরহরি কি?

ধন্ধ লাগছে মনে,

যতীনের চা দোকানে,

যতীনের চা দোকানে।

হা হা হাহা হা …

এক গাল হেসে নিয়ে

ঠ্যাংটা কে নামিয়ে দিয়ে,

কাগজ টা গুছিয়ে রেখে

হাত ধরে আমায় ডেকে,

পাশে তে বসিয়ে নিয়ে

আর এক কাপ চা আনিয়ে,

বললেন বুঝলে অতীন

ভেবেছি কি ছাই কোনোদিন?

আমার এই ষাট বছরে

লেখা পড়া শুরু করে,

পড়বো খবর কাগজ

ভেবেছি কি এই জীবনে?

তাও আবার এই –

যতীনের চা দোকানে,

যতীনের চা দোকানে।

আদুরী নাতনি আমার

আদুরী নাতনি আমার

বলে নেই বুদ্ধি তোমার,

সূয্যি নাকি দাঁড়িয়ে ঠায়

পৃথিবীটা ঘুরপাক খায়,

চাঁদে নাকি মানুষ গেছে

ধাঁধা লাগে আমার কাছে,

বলি তাকে জানলে কোথায়?

সে বলে পাঠশালায়,

বই পড়ে সব জানা যায়

বললে নাতনী আমায়,

আমি তো এ সব জানিনে

ব্যাথা লাগে আমার মনে,

খুলে কই তোমার সনে

খুলে কই তোমার সনে,

যতীনের চা দোকানে,

যতীনের চা দোকানে।

ওমনি গেলুম ছুটে

যেখানে সবাই জুটে,

বড়দের পাঠশালাতে

রোজ দিন সাঁঝবেলাতে,

শিখলুম লিখা পড়া

আমি এই ঘাটের মড়া,

শুনলুম এই সোমবার

খুলছে কেন্দ্র আবার,

যাবো আমি সবার আগে

ভাবলেই পুলক জাগে,

আমরণ শিখবো আরও

তুমিও আসতে পারো,

ও অতীন ভাবো মনে

যতীনের চা দোকানে,

যতীনের চা দোকানে।

দুটো চা এক টাকা ষাট

গুনে নাও এই যে ধরো,

দুটো চা এক টাকা ষাট

গুনে নাও এই যে ধরো,

গুনতে না পারলে

চিনতে না পারলে,

যতীন ও আসতে পারো

ও যতীন ভাবো মনে,

তোমার এই চা দোকানে

তোমার এই চা দোকানে,

তোমার এই চা দোকানে

তোমার এই চা দোকানে …

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *