Je Rup Loiya Borai Koro(যে রূপ লইয়া বড়াই করো) Bangla Lyrics By Gamcha Palash
Je Rup Loiya Borai Koro(যে রূপ লইয়া বড়াই করো) Bangla Lyrics By Gamcha Palash
Song : Je Rup Loiya Borai Koro
Vocal : Gamcha Palash
Lyrics : Jahangir Rana
Tune : Jahangir Rana
Label : Gamcha Palash
Je Rup Loiya Borai Koro Bangla Lyrics
যেই রুপ লইয়া বড়াই করো রে বেইমান…
যেই রুপ লইয়া বড়াই করো রে বেইমান…
সেই রুপ হয়তো নাই আমার
জানি সুন্দরের অহংকার,
একদিন ভাঙ্গবে রে তোমার..
ও জানি সুন্দরের অহংকার
একদিন ভাঙ্গবে রে তোমার…
@@আপনি যদি হিন্দি গানের লিরিক্স পছন্দ করেন তবে এই ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন@@
এইখানে ক্লিক করুন
যেই রুপ লইয়া বড়াই করো বেইমান….
যেই রুপ লইয়া বড়াই করো বেইমান….
সেই রুপ হয়তো নাই আমার
সুন্দরের অহংকার একদিন
ভাঙ্গবে রে তোমার…
সুন্দরের অহংকার একদিন
ভাঙ্গবে রে তোমার…
রুপ দেখিয়া তোমায় আমি
বাসি নাইতো ভালো,
মনের বদল মন চাহিয়া
বিফল সবি গেলো..
রুপ দেখিয়া তোমায় আমি,
বাসি নাইতো ভালো
মনের বদল মন চাহিয়া,
বিফল সবি গেলো..
একদিন তুমি বুজবে টিকি রে বেইমান
একদিন তুমি বুজবে টিকি রে বেইমান
সার হইবে চোখের আন্দার
সুন্দরের অহংকার একদিন,
ভাঙ্গবে রে তোমার
ও জানি সুন্দরের অহংকার
একদিন ভাঙ্গবে রে তোমার….
সুন্দর মুখের আড়ালেতে,
অসুন্দর এক মন,
বড় দেরি হইলো আমার,
বুঝিলাম যখন,
সুন্দর মুখের আড়ালেতে,
অসুন্দর এক মন,
বড় দেরি হইলো আমার,
বুঝিলাম যখন,
আমারে আঘাত করিয়া রে বেইমান…
আমারে আঘাত কটিয়া রে বেইমান
কত সুখী হইবে আর
সুন্দরের অহংকার একদিন,
ভাঙ্গবে রে তোমার
ওজানি সুন্দরের অহংকার
একদিন ভাঙ্গবে রে তোমার..
শেষ কথাটা বলিয়া যাই,
শুনো রে বেইমান
সর্ব কূল হারাইয়া আমি,
হইবে অপমান,
শেষ কথাটা বলিয়া যাই,
শুনো রে বেইমান
সর্ব কূল হারাইয়া আমি,
হইবে অপমান,
জাহাঙ্গির রানা কয়,
বেইমান রে বেইমান..
জাহাঙ্গির রানা কয়,
বেইমান রে বেইমান..
কাদবে একদিন বেসময়
সুন্দরের অহংকার একদিন,
ভাঙ্গবে রে তোমার
ওজানি সুন্দরের অহংকার
একদিন ভাঙ্গবে রে তোমার..
যেই রুপ লইয়া বড়াই করো রে বেইমান
যেই রুপ লইয়া বড়াই করো রে বেইমান
সেই রুপ হয়তো নাই আমার
সুন্দরের অহংকার একদিন,
ভাঙ্গবে রে তোমার.
ওজানি সুন্দরের অহংকার
একদিন ভাঙ্গবে রে তোমার
ওজানি সুন্দরের অহংকার
একদিন ভাঙ্গবে রে তোমার
ওজানি সুন্দরের অহংকার
একদিন ভাঙ্গবে রে তো।।
Je Rup Loiya Borai Koro Bangla Lyrics
Je Rup Loiya Borai Koro re beiman
Sei rup hoyto nai amar
Jani sundorer ohomkar
Ekdin bhangbe re tomar
Rup dekhiya tomay ami
Basi naito valo
Moner bodol mon cahiya
Bifol sobi gelo