Jedin Hobe Tor Kobor (যেদিন হবে তোর কবর) Bangla Lyrics By RA Azmir.
Jedin Hobe Tor Kobor (যেদিন হবে তোর কবর) Bangla Lyrics By RA Azmir.
Song : Jedin Hobe Tor Kobor
Singer : RA Azmir
Lyrics & Tune : Bappy Mahmud Azad
Music : ZH Babu
Label : Z Music Hub
Jedin Hobe Tor Kobor Bangla Lyrics
তোর লাল শাড়ীতে
আমার বুকের রক্ত মাখা
পায়ের আলতায় দেখছিস রে তুই
নতুন সপ্ন আকা
তোর লাল শাড়ীতে
আমার বুকের রক্ত মাখা
পায়ের আলতায় দেখছিস রে তুই
নতুন সপ্ন আকা
শুধু আমার সপ্ন ভেঙে দিয়ে
নতুন মানুষ নিয়ে
সাজাইলি বাসর
কবর তোর কবর
আবার দেখা হবে যেদিন
হবে রে তোর কবর
আবার দেখা হবে যেদিন
হবে তোর কবর
আবার দেখা হবে যেদিন
হবে তোর কবর
সপ্নগুলো আকাশে আজ
উরছে উদাস হয়ে
পর হইবি চলে যাবি
গেলি না তো কয়ে
সপ্নগুলো আকাশে আজ
উরছে উদাস হয়ে
পর হইবি চলে যাবি
গেলি না তো কয়ে
আমার গাছে ঝড়ে মুকুল
তোর গাছেতে ফুল
ভাংলি অন্তর
কবর তোর কবর
আবার দেখা হবে যেদিন
হবে রে তোর কবর
আবার দেখা হবে যেদিন
হবে তোর কবর
তোর বাসরে কতো ফুলে
সুগন্ধ ছড়াবে
আমার লাশের পাশে কতো
ধোয়ার পালক উরবে
তোর বাসরে কতো ফুলে
সুগন্ধ ছড়াবে
আমার লাশের পাশে কতো
ধোয়ার পালক উরবে
আজকে তোর মধুর রজনী
বসের নিচে আমি
হবো রে নিথর
কবর তোর কবর
আবার দেখা হবে যেদিন
হবে রে তোর কবর
আবার দেখা হবে যেদিন
হবে তোর কবর।।