Jento Ekta Lash( জেন্ত্য একটা লাশ) Bangla Lyrics By Gogon Sakib
Song : Jento Ekta Lash
Vocal : Gogon Sakib
Lyrics : K Nayem & Gogon Sakib
Tune : Gogon Sakib
Music : Din Islam Sharukh
Label : Samsul Official
Jento Ekta Lash Bangla Lyrics
অন্ধকার চার দেয়াল
নিশ্চুপ চারিপাশ
তার ভিতরে কান্না করে
জেন্ত্য একটা লাশ
কেটে গেল কতো নির্ঘুম রাত
কেউ নিলো না খোঁজ
যার লাগিয়া কান্দেরে মন
সেই তো নিখোঁজ
চোখের কোনে আবেগ জমে
করছেরে টলমল
তার সাথে আর ভাব জমে না
হইছে কতোকাল
চোখের কোনে আবেগ জমে
করছেরে টলমল
তার সাথে আর ভাব জমে না
হইছে কতোকাল
অতীত হইয়া তুমি নামের
একটা দিয়াশলাই
জালায়া পোড়ায়া ভেতর আমার
কইরা দিলো ছাই
ছিলাম আমি তার দুঃখ সুখের
একটা ভাগিদার
সেই তুমি টার বুক পাজরে
জায়গা হলো কার
আমার সুখে হাসতো যে জন
কাদতো আমার দুঃখে
কেমনে সে আজ বানাইলো ঘর
অন্য জনার বুকে
চোখের কোনে আবেগ জমে
করছেরে টলমল
তার সাথে আর ভাব জমে না
হইছে কতোকাল
চোখের কোনে আবেগ জমে
করছেরে টলমল
তার সাথে আর ভাব জমে না
হইছে কতোকাল
অতীত হইয়া তুমি নামের
একটা দিয়াশলাই
জালায়া পোড়ায়া ভেতর আমার
কইরা দিলো ছাই।।
Jento Ekta Lash Bangla Lyrics
Ondhokar char deyal
Nishchup chari pash
Tar vitore kanna kore
Jento ekta lash
Kete gelo koto nirghum rat
Kew nilo na khoj
Jar lagiya kandere mon
Sei to nikhoj