Jhapsa Megher Shoke (ঝাপসা মেঘের শোকে) Bangla Lyrics By Samz Vai.

Jhapsa Megher Shoke (ঝাপসা মেঘের শোকে) Bangla Lyrics By Samz Vai. 

Song : Jhapsa Megher Shoke

Singer : Samz Vai & Tafsir Sharon 

Lyrics & Tune : Tafsir Sharon

Music : Samz Vai 

Label : Samz Vai Official 

Jhapsa Megher Shoke Bangla Lyrics 

তুই চিত্রপটে চঞ্চল আমার 

চোখে আঁকা জ্বালা 

তুই শ্রাবণেরই গান আর 

আকাশের ঐ তারা,

তুই অদৃশ্য অরন্যের দেশের 

পুতুল পুতুল খেলা

দেহের অতীত ক্রোধের বাণী,  

ক্ষণে ক্ষণে জ্বালা,

আমার সাজের বেলায় কেন 

ঘন কালোর মেলা 

তোমার সন্ধ্যে সাজায় নিলা 

কারে পরায় মালা। 

তোমার প্রেমের পথিক প্রেমী 

আমি যে দেওয়ানা 

মনের নিখিল প্রাণের প্রীতি, 

তবু কেন একা,

 নীলচে কাঁচে রাখবো তোর ঐ 

 শহরটাকে ঢেকে 

আমার দু’চোখ ভিজুক না হয় 

ঝাপসা মেঘের শোকে।। 

তুই বাধনহারা মেঘের ধনী, 

প্রেতের পিপাসা 

হৃদয় বনের দক্ষিণ বাতাস, 

তীব্র লালসা, 

তুই সর্বকুলের পেক্ষম মেলা 

পিসাচরুপী দাসী

ভয়ংকরী স্তব্দ নিশীর 

উদাস সরসী। 

আমার সাজের বেলায় কেন 

ঘন কালোর মেলা 

তোমার সন্ধ্যে সাজায় নিলা 

কারে পরায় মালা। 

তোমার প্রেমের পথিক প্রেমী 

আমি যে দেওয়ানা 

মনের নিখিল প্রাণের প্রীতি, 

তবু কেন একা,

নীলচে কাঁচে রাখবো তোর ঐ 

শহরটাকে ঢেকে 

আমার দু’চোখ ভিজুক না হয় 

ঝাপসা মেঘের শোকে।। 

তুই শ্মশান ঘাটের পোড়া লাশের 

কাছেও কেন দোষী ?

কবরে ওই পোতা লাশের 

করুণ বিস্মৃতি, 

তুই হৃদয় ভূমির মধ্যখানের 

অচল কোন স্মৃতি

অসীম আকাশ শুন্য করা 

অশুভ রাজনীতি। 

আমার সাজের বেলায় কেন 

ঘন কালোর মেলা 

তোমার সন্ধ্যে সাজায় নিলা 

কারে পরায় মালা। 

তোমার প্রেমের পথিক প্রেমী 

আমি যে দেওয়ানা 

মনের নিখিল প্রাণের প্রীতি, 

তবু কেন একা,

নীলচে কাচে রাখবো তোর ঐ 

শহরটাকে ঢেকে 

আমার দুচোখ ভিজুক না হয় 

ঝাপসা মেঘের শোকে।। 

Jhapsa Megher Shoke Bangla Lyrics 

Tui chitrapote chonchol amar

CHokhe anka jwala

Tui shraboneri gaan aar akasher oi tara

Tui adrissha aronner desher putul putul khela

Deher otit krodher bani khone khone jwala

Amar sajer belay keno ghono kalor mela

Tomar sondhey sajay nila kare poray mala

Tomar premer pothik premi ami je deowana

Moner nikhil praaner priti tobu

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *