Jhilmil Kora (ঝিলমিল করা) Bangla Lyrics By Snigdhajit Bhowmik.

Jhilmil Kora (ঝিলমিল করা) Bangla Lyrics By Snigdhajit Bhowmik.

Jhilmil Kora (ঝিলমিল করা) Bangla Lyrics By Snigdhajit Bhowmik

Song : Jhilmil Kora

Movie : Biye Bibhrat

Singer : Snigdhajit Bhowmik

Lyrics : Barish

Composer : Ranajoy Bhattacharjee

Director : Raja Chanda 

DOP : Basudeb Chakraborty

Producers : Shyam Sundar Dey, Aritra 

Sen & Tanmoy Banerjee

Label : Zee Music Bangla

Jhilmil Kora Song Lyrics 

ঝিলমিল করা নীল চোখে যেই 

তাকালো সিন্ডরেলার মতো,

হারালাম যে খেই, একবার দেখেই

মন খেয়েছে থতমত। 

ফুসমন্তরে বশ করলো হায়

জাদু জানা তার এমন ‌কত,

ওই মখমলি চুলের হাওয়ায় 

আজ শুকোচ্ছে হাজার ক্ষত। 

খাচ্ছি খাবি, তাও বেতাবি 

বাড়ছে খুব বুক জুড়ে,

মনে লক্ষ-কোটি প্রজাপতি 

পাখা মেলে ফুরফুরে। 

ঝিলমিল করা নীল চোখে যেই 

তাকালো সিন্ডরেলার মতো,

হারালাম যে খেই, একবার দেখেই

মন খেয়েছে থতমত। 

ফুসমন্তরে বশ করলো হায়

জাদু জানা তার এমন ‌কত,

ওই মখমলি চুলের হাওয়ায় 

আজ শুকোচ্ছে হাজার ক্ষত। 

ভিজে আমি যাচ্ছি ভেসে

মায়াবী ঝরনায়,

ছেড়ে যাবে এক নিমেষে

প্রেম এমন জ্বর নয়।

মাখি বসে খামখেয়ালী 

তারই তো রং গায়,

আসমানে উড়ছি খালি

ডুবেছি গঙ্গায়। 

প্রেমে এতো কী নেশা বল

নেমে বুঝেছি রসাতল,

প্রেমে এতো কী নেশা বল

নেমে বুঝেছি রসাতল। 

করবো ভাবি, আজ নবাবি

সেই জাহান এই নূরের,

মনে লক্ষ কোটি প্রজাপতি 

পাখা মেলে ফুরফুরে। 

ঝিলমিল করা নীল চোখে যেই 

তাকালো সিন্ডরেলার মতো,

হারালাম যে খেই, একবার দেখেই

মন খেয়েছে থতমত। 

ফুসমন্তরে বশ করলো হায়

জাদু জানা তার এমন ‌কত,

ওই মখমলি চুলের হাওয়ায় 

আজ শুকোচ্ছে হাজার ক্ষত। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *