Jibon Amar Hoilo Re Borbad ( জীবন আমার হইলো রে বরবাদ) Sukheri Basor ( সুখেরই বাসর) Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Song : Jibon Amar Hoilo Re Borbad
Singer : Atif Ahmed Niloy
Lyrics : Alamin Sorkar
Tune & Music : Ahmed Sajeeb
Label : Kamrul Media
Jibon Amar Hoilo Re Borbad Bangla Lyrics
তোর চোখের মায়ায় আমার
হৃদয় করলি চুরি
পরের সনে বাধলি রে ঘর
আমায় মেরে ছুড়ি
তোর চোখের মায়ায় আমার
হৃদয় করলি চুরি
পরের সনে বাধলি রে ঘর
আমায় মেরে ছুড়ি
একের পর এক মিথ্যা বইলা
দিলি অপবাদ
তোর কারণে জীবন আমার
হইলো রে বরবাদ
তোর কারণে জীবন আমার
হইলো রে বরবাদ
তোর কারণে জীবন আমার
হইলো রে বরবাদ
আপন ভাইবা কাছে নিয়া
রাখছি কলিজায়
সেই কলিজায় আঘাত কইরা
নিলি রে বিদায়
আপন ভাইবা কাছে নিয়া
রাখছি কলিজায়
সেই কলিজায় আঘাত কইরা
নিলি রে বিদায়
বুঝি নাই রে মিথ্যা ছিলো
তোর মুখের সব কথা
তোর কারণে জীবন আমার
হইলো রে বরবাদ
তোর কারণে জীবন আমার
হইলো রে বরবাদ
তোর কারণে জীবন আমার
হইলো রে বরবাদ
কলমকের দাগ দিলি বন্ধু
আমার সরল মনে
একলা একা বইসা থাকি
কান্দি রে নির্জনে
কলমকের দাগ দিলি বন্ধু
আমার সরল মনে
একলা একা বইসা থাকি
কান্দি রে নির্জনে
বুঝি নাই রে মিথ্যা ছিলো
তোর মুখের সব কথা
তোর কারণে জীবন আমার
হইলো রে বরবাদ
তোর কারণে জীবন আমার
হইলো রে বরবাদ
তোর কারণে জীবন আমার
হইলো রে বরবাদ।।