Jodi Kane Kane Kichu Bangla Lyrics By Shreya Ghoshal.

 Jodi Kane Kane Kichu Bangla Lyrics By Shreya Ghoshal.

Jodi Kane Kane Kichu Bangla Lyrics By Shreya Ghoshal.

Song: Jodi Kane Kane Kichu

Singer: Shreya Ghoshal

Lyrics: Pulak Bandyopadhyay

Music Director: Abhijit Bandyopadhyay

Movie: Jiban Rahasya

Jodi Kane Kane Kichu Song Lyrics 

যদি কানে কানে কিছু বলে বধুয়া

সবই শুনে শুনে যেতে হবে

যদি আসি আসি করে দেরি করে সে

দিন গুনে গুনে যেতে হবে

সে যেমন সাজাবে সাজব যে সেভাবে

সে যেমন সাজাবে সাজব যে সেভাবে

সুখ-দুঃখ সব মেনে নিতে হবে

যদি আসি আসি করে দেরি করে সে

দিন গুনে গুনে যেতে হবে

আ আ আ …। আ আ …

যদি কানে কানে কিছু বলে বধুয়া

সবই শুনে শুনে যেতে হবে

মন নিয়ে যদি সারা বেলা

শুধু শুধু করে যায় খেলা (২)

সব কিছু, জেনে শুনে, তবু তার সে খেলা

খেলা ঘর হয়ে যেতে হবে

আ আ আ …। আ আ …

যদি আসি আসি করে দেরি করে সে

দিন গুনে গুনে যেতে হবে

আমি তার কাছে আসি যত

সে ও যায় দূরে সরে তত (২)

তবু তার সে যাওয়ার

পথ ধরে চিরদিন

ছায়া হয়ে সাথে যেতে হবে

আ আ আ …। আ আ …

যদি কানে কানে কিছু বলে বধুয়া

সবই শুনে শুনে যেতে হবে

যদি আসি আসি করে দেরি করে সে

দিন গুনে গুনে যেতে হবে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *