Jol(জল) Bangla Lyrics By Rehan। Urchi Tomar Preme Bangla Natok By Apurbo & Keya Payel.

Jol(জল) Bangla Lyrics By Rehan। Urchi Tomar Preme Bangla Natok By Apurbo & Keya Payel. 

Song : Jol

Singer : Rehaan

Lyrics : A Mizan

Music : Ahmmed Humayun

Label : Sultan Entertainment

 

Jol Bangla Lyrics 

আমি তোমার নাম দিয়েছি জল 

তুমি আমার গাল গড়িয়ে নামো,

বুকে নেই সুখ, চেনা চিরকুট 

ভিজে কালো চোখের বরষায়। 

আমার ভেতর পুড়ছি আমি 

তোমার দেওয়া খরতায়,

তোমার ভেতর উড়ছি আবার 

থেমে যাই জড়তায়।। 

এ-পাশ ও-পাশ, মনের দু-পাশ 

ঘিরে আছে শুধু চেনা দীর্ঘশ্বাস,

এ-পাশ ও-পাশ, মনের দু-পাশ 

ঘিরে আছে শুধু চেনা দীর্ঘশ্বাস,

বুকে নেই সুখ, চেনা চিরকুট 

ভিজে কালো চোখের বরষায়। 

আমার ভেতর পুড়ছি আমি 

তোমার দেওয়া খরতায়,

তোমার ভেতর উড়ছি আবার 

থেমে যাই জড়তায়।। 

ধূলোর মিছিলে দিয়েছি যোগ

এলোমেলো জীবন করি উপভোগ,

ধূলোর মিছিলে দিয়েছি যোগ

এলোমেলো জীবন করি উপভোগ,

বুকে নেই সুখ, চেনা চিরকুট 

ভিজে কালো চোখের বরষায়। 

আমার ভেতর পুড়ছি আমি 

তোমার দেওয়া খরতায়,

তোমার ভেতর উড়ছি আবার 

থেমে যাই জড়তায়।। 

আমি তোমার নাম দিয়েছি জল 

তুমি আমার গাল গড়িয়ে নামো,

বুকে নেই সুখ, চেনা চিরকুট 

ভিজে কালো চোখের বরষায়। 

আমার ভেতর পুড়ছি আমি 

তোমার দেওয়া খরতায়,

তোমার ভেতর উড়ছি আবার 

থেমে যাই জড়তায়।।

Jol Bangla Lyrics

Ami tomar naam diyechi jol

Tumi amar gaal goriye namo

Buke nei sukh chena chirkut

Vije kalo chokher boroshay

Amar vetor purchi ami

TOmar deowa khorotay

Tomar vetor urchi abar

Theme jai jorotay

E pash o pash moner dupash

Ghire ache shudhu chena dirghoswash

Dhulor michile diyechi jog

Elomelo jibon kori upobhog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *