Joler Ghate(জলের ঘাটে) Bangla Lyrics By Gamcha Palash

Joler Ghate(জলের ঘাটে) Bangla Lyrics By Gamcha Palash 

Song : Joler Ghate 

Singer : Gamcha Palash & Doly Sayontoni 

Lyrics : Plabon Koreshi

Music : Suman Kalyan

Label : Sultan Entertainment

 

Joler Ghate Bangla Lyrics 

জলের ঘাটে থাকি বসে 

বিনোদিনী রাই তোমার আসে,

 জলের ঘাটে থাকি বসে 

বিনোদিনী রাই তোমার আসে,

ভাটিতে যাই দিনের সূর্য 

তুমি আসো না,

ভাটিতে যাই দিনের সূর্য 

তুমি আসো না,

ভরা কলসি খালি করে

ছুটে আসি আমি পুকুর পাড়ে,

ভরা কলসি খালি করে

ছুটে আসি আমি পুকুর পাড়ে,

কুলো বধুর কত জ্বালা

তুমি বোঝো না

কুলো বধুর কত জ্বালা

তুমি বোঝো না,

গাছের আপন লতাপাতা

মাছের আপন পানি রে

আমার বলতে আমি শুধু

তোমার কথায় জানি রে,

ধইরো না হাত লাজে মরি

দোল দিও না চুলে রে

এমন মায়া দিলে আমি

নিজেরে যাই ভুলে রে

শোনো শোনো প্রাণ সজনী

কাঁটে না আর দিন রজনী,

শোনো শোনো প্রাণ সজনী

কাঁটে না আর দিন রজনী

তুমি আমার সুখের ক্ষনি

তা কি জানো না…

কুলো বধুর কত জ্বালা

তুমি বোঝো না,

কুলো বধুর কত জ্বালা

তুমি বোঝো না,

প্রেমের অংক বড়ই জটিল

ভাষায় চোখের জলে রে

কোন ভরসায় ফুলের মালা

দেবো তোমার গলে রে,

এক জবানে কথা দিলাম

থাকবো তোমার পাশে রে

তোমায় পেতে হাসিমুখে

যাবো বনোবাসে রে,

শোনো শোনো রশিক সুজন

এক বাসাতে থাকবো দুজন,

শোনো শোনো রশিক সুজন

এক বাসাতে থাকবো দুজন,

তুমি আমার বড় আপন,

তুমি সাধনা..

ভাটিতে যাই দিনের সূর্য 

তুমি আসো না

ভাটিতে যাই দিনের সূর্য 

তুমি আসো না

জলের ঘাটে থাকি বসে 

বিনোদিনী রাই তোমার আসে,

 জলের ঘাটে থাকি বসে 

বিনোদিনী রাই তোমার আসে,

ভাটিতে যাই দিনের সূর্য 

তুমি আসো না,

ভাটিতে যাই দিনের সূর্য 

তুমি আসো না,

ভরা কলসি খালি করে

ছুটে আসি আমি পুকুর পাড়ে,

ভরা কলসি খালি করে

ছুটে আসি আমি পুকুর পাড়ে,

কুলো বধুর কত জ্বালা,

তুমি বোঝো না,

কুলো বধুর কত জ্বালা,

তুমি বোঝো না।।

Joler Ghate Bangla Lyrics 

Joler ghate thaki bose

Binodini rai tomar ase

Bhatite jai diner suryo

Tumi aso na

Bhora kolsi khali kore

Chute asi ami pukur pare

Kulo badhur koto jala

Tumi bojho na

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *