Jonom Dhore (জনম ধরে) Bangla Lyrics By Akash Mahmud.
Song : Jonom Dhore
Singer : Akash Mahmud
Lyrics : Romjan Ali Mithu
Tune : Jibon Wasif
Music : Rohan Raj
Label : Mainul Cinematic
Jonom Dhore Bangla Lyrics
বিধি কেন করালে তাহার সাথে
আমার পরিচয়
তারে যদি আমার ভাগ্যে
নাইবা লেখা হয়
বিধি কেন করালে তাহার সাথে
আমার পরিচয়
তারে যদি আমার ভাগ্যে
নাইবা লেখা হয়
যদি না সে জনম ধরে
যদি না সে জনম ধরে
আমার কাছে রয়
বিধি কেন করালে তারই সাথে
আমার পরিচয়
তারে যদি আমার ভাগ্যে
নাইবা লেখা হয়
তারে যদি আমার ভাগ্যে
নাইবা লেখা হয়
কেন দিলারে তারই চোখে
আমার লাগি মায়া
কেন ভাসালে হৃদয় মাঝে
তার মুখেরই ছায়া
কেন দিলারে তার চোখে
আমার লাগি মায়া
কেন ভাসালে হৃদয় মাঝে
তার মুখেরই ছায়া
চোখ দুটো তার প্রেমে ভরা
চোখ দুটো তার প্রেমে ভরা
মনের কথা কয়
বিধি কেন করালে তারই সাথে
আমার পরিচয়
তারে যদি আমার ভাগ্যে
নাইবা লেখা হয়
তারে যদি আমার ভাগ্যে
নাইবা লেখা হয়
কেন উঠালে তারে দেখে
মনের মাঝে দোলা
কেন লাগালে এতো মায়া
যায়না তারে ভোলা
কেন উঠালে তারে দেখে
মনের মাঝে দোলা
কেন লাগালে এতো মায়া
যায়না তারে ভোলা
তার লাগিয়া প্রেম শিহরন
তার লাগিয়া প্রেম শিহরন
মনটা জুড়ে বয়
বিধি কেন করালে তারই সাথে
আমার পরিচয়
তারে যদি আমার ভাগ্যে
নাইবা লেখা হয়
তারে যদি আমার ভাগ্যে
নাইবা লেখা হয়।।