Jonom Jonom (জনম জনম) Bangla Lyrics By Porshi & Imran.
Jonom Jonom (জনম জনম) Bangla Lyrics By Porshi & Imran.
Song : Jonom Jonom
Singer : Porshi & Imran
Album : Porshi III
Lyric : Robiul Islam Jibon
Tune & compose : Imran
Direction : Rommo Khan
Language : Bangla
Label : Agniveena
Jonom Jonom Lyrics in Bengali
এতোদিনে পেয়েছি যে আমি
সেই তোমারই দেখা
হারাতে দেবো না তোমায়
আসুক যতই বাঁধা
যতনে রেখেছি তোমায়
এই মনেরই মনি কোঠায়
কখনো ভুলো না আমায়
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাব
জনম জনমে সাথী হবো
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাব
জনম জনমে সাথী হবো।
জীবন আমার হলো রঙ্গিন
যখনই দু’হাত বাড়ালে
স্বর্গেরই সুখ পাই যে আমি
সামনে তুমি দাঁড়ালে
জীবন আমার হলো রঙ্গিন
যখনই দু’হাত বাড়ালে
স্বর্গেরই সুখ পাই যে আমি
সামনে তুমি দাঁড়ালে
অনুভবের চাদরে
শুধু তোমায় জড়াবো
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাব
জনম জনমে সাথী হবো
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাব
জনম জনমে সাথী হবো।
তোমারই মুখ ছুঁয়ে ছুঁয়ে
ডুবেছি অথৈ স্বপনে
ভালোবাসার এই অনুরাগ
ছড়াও সারা ভুবনে
তোমারই মুখ ছুঁয়ে ছুঁয়ে
ডুবেছি অথৈ স্বপনে
ভালোবাসার এই অনুরাগ
ছড়াও সারা ভুবনে
বেঁচে থাকবো যতদিন
শুধু তোমারই রবো
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাব
জনম জনমে সাথী হবো
ভালোবাসি তোমায়
ভালোবেসে যাব
জনম জনমে সাথী হবো।