Joraye Ache Badha Bangla Lyrics By Susmita Patra.

Joraye Ache Badha Bangla Lyrics By Susmita Patra.

Joraye Ache Badha Bangla Lyrics By Susmita Patra.

Song : Joraye Ache Badha

Singer : Susmita Patra

Composer & Lyrics : Rabindranath Tagore

Parjaay : Puja-182

Upa-parjaay : Saadhana O Sankalpa

Raag : Sahana

Taal : Teyora

Joraye Ache Badha Song Lyrics 

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,

ছাড়াতে গেলে ব্যথা বাজে,

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,

ছাড়াতে গেলে ব্যথা বাজে,

মুক্তি চাহিবারে তোমার কাছে যাই

চাহিতে গেলে মরি লাজে।

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,

ছাড়াতে গেলে ব্যথা বাজে।।

জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম

এমন ধন আর নাহি যে তোমা সম,

জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম

এমন ধন আর নাহি যে তোমা সম,

তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোরা

ফেলিয়া দিতে পারি না যে। 

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,

ছাড়াতে গেলে ব্যথা বাজে।।

তোমারে আবরিয়া, ধুলাতে ঢাকে হিয়া

মরণ আনে রাশি রাশি,

আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি

তবুও তাই ভালোবাসি।

এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি

কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি,

এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি

কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি,

আমার ভালো তাই চাহিতে যবে যাই

ভয় যে আসে মনোমাঝে। 

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,

ছাড়াতে গেলে ব্যথা বাজে,

মুক্তি চাহিবারে তোমার কাছে যাই

চাহিতে গেলে মরি লাজে।

জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,

ছাড়াতে গেলে ব্যথা বাজে।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *