Joto Dure Jao (যতো দূরে যাও) Bangla Lyrics By Abid Omi Cassette Band.
Joto Dure Jao (যতো দূরে যাও) Bangla Lyrics By Abid Omi Cassette Band.
Song : Joto Dure Jao
Singer : Abid Omi
Lyrics : Shumrat Shumon
Label : Dhruba Music Station
Joto Dure Jao Bangla Lyrics
যতো দূরে যাওনা বন্ধু
আছো অন্তরে
রোদ বৃষ্টি ঝড়ে বন্ধু
সাজাইছি তোমারে
যতো দূরে যাওনা বন্ধু
আছো অন্তরে
রোদ বৃষ্টি ঝড়ে বন্ধু
সাজাইছি তোমারে
মনে আমার ইচ্ছে করে
তোকে ছুতে চায়
এটা কি ভালোবাসা
এটাই আমি চাই
তোমার কাছে বন্ধু আমার
মনটা যেতে চায়
তোমার কাছে বন্ধু আমি
হারিয়ে যেতে চাই
তোমার কাছে বন্ধু আমার
মনটা যেতে চায়
তোমার কাছে বন্ধু আমি
হারিয়ে যেতে চাই
জানি আমি মনটা তোমার
কতোটা চঞ্চল
তাতেই আমি যায়গা নেবো
হোকনা টলমল
জানি আমি মনটা তোমার
কতোটা চঞ্চল
তাতেই আমি যায়গা নেবো
হোকনা টলমল
তোমার কাছে বন্ধু আমার
মনটা যেতে চায়
তোমার কাছে বন্ধু আমি
হারিয়ে যেতে চাই
তোমার কাছে বন্ধু আমার
মনটা যেতে চায়
তোমার কাছে বন্ধু আমি
হারিয়ে যেতে চাই
আমায় দেখে যতই তুমি
চোখের আড়াল হও
আমি তোমার পিছু নেবো
যেথায় তুমি যাও
আমায় দেখে যতই তুমি
চোখের আড়াল হও
আমি তোমার পিছু নেবো
যেথায় তুমি যাও
তোমার কাছে বন্ধু আমার
মনটা যেতে চায়
তোমার কাছে বন্ধু আমি
হারিয়ে যেতে চাই
তোমার কাছে বন্ধু আমার
মনটা যেতে চায়
তোমার কাছে বন্ধু আমি
হারিয়ে যেতে চাই।।