Joto Dure Jao (যতো দূরে যাও) Bangla Lyrics By Abid Omi Cassette Band.

 Joto Dure Jao (যতো দূরে যাও) Bangla Lyrics By Abid Omi Cassette Band.

 

Song : Joto Dure Jao

Singer : Abid Omi 

Lyrics : Shumrat Shumon 

Label : Dhruba Music Station 

Joto Dure Jao Bangla Lyrics 

যতো দূরে যাওনা বন্ধু 

আছো অন্তরে 

রোদ বৃষ্টি ঝড়ে বন্ধু

সাজাইছি তোমারে 

যতো দূরে যাওনা বন্ধু 

আছো অন্তরে 

রোদ বৃষ্টি ঝড়ে বন্ধু

সাজাইছি তোমারে 

মনে আমার ইচ্ছে করে 

তোকে ছুতে চায় 

এটা কি ভালোবাসা 

এটাই আমি চাই

তোমার কাছে বন্ধু আমার 

মনটা যেতে চায় 

তোমার কাছে বন্ধু আমি 

হারিয়ে যেতে চাই 

তোমার কাছে বন্ধু আমার 

মনটা যেতে চায় 

তোমার কাছে বন্ধু আমি 

হারিয়ে যেতে চাই 

জানি আমি মনটা তোমার 

কতোটা চঞ্চল

তাতেই আমি যায়গা নেবো 

হোকনা টলমল

জানি আমি মনটা তোমার 

কতোটা চঞ্চল

তাতেই আমি যায়গা নেবো 

হোকনা টলমল

তোমার কাছে বন্ধু আমার 

মনটা যেতে চায় 

তোমার কাছে বন্ধু আমি 

হারিয়ে যেতে চাই 

তোমার কাছে বন্ধু আমার 

মনটা যেতে চায় 

তোমার কাছে বন্ধু আমি 

হারিয়ে যেতে চাই 

আমায় দেখে যতই তুমি 

চোখের আড়াল হও

আমি তোমার পিছু নেবো 

যেথায় তুমি যাও

আমায় দেখে যতই তুমি 

চোখের আড়াল হও

আমি তোমার পিছু নেবো 

যেথায় তুমি যাও

তোমার কাছে বন্ধু আমার 

মনটা যেতে চায় 

তোমার কাছে বন্ধু আমি 

হারিয়ে যেতে চাই 

তোমার কাছে বন্ধু আমার 

মনটা যেতে চায় 

তোমার কাছে বন্ধু আমি 

হারিয়ে যেতে চাই।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *