Jubo Unnayan ( যুব উন্নয়ন) Bangla Lyrics By Aly Hasan.

 Jubo Unnayan ( যুব উন্নয়ন) Bangla Lyrics By Aly Hasan.

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Jubo Unnayan – যুব উন্নয়ন গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Jubo Unnayan – যুব উন্নয়ন  গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Jubo Unnayan – যুব উন্নয়ন  গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Jubo Unnayan ( যুব উন্নয়ন) Bangla Lyrics By Aly Hasan

Song : Jubo Unnayan – যুব উন্নয়ন

Lyric,Tune & Singer : Aly Hasan, Uday, Independent Manam & Siam Hawladar

Music Produced by Sadi Vai 

Studio : Cbls Records 

Mix & Mastering : Sochi Shams 

Edit & Color : Studio Walli 

Director & Dop : Nasimul Mursalin Shakkhar  

Co-Ordinated by : Isha Khan Duray

Language : Bangla 

Label : G Series

Jubo Unnayan Lyrics in Bengali 

মাটির মানুষ মাটিতে পা 

মাটির মানুষ মাটিতে পা

মাটির মানুষ মাটিতে পা 

মাটির মানুষ মাটিতে পা।

এখনই করার সময় দেশে যুব উন্নয়ন

নিজের পায়ে নিজে দাঁড়াবো

স্বপ্ন দেখে দুই নয়ন

হাজারো স্বপ্ন দেখে আমার এই দুই নয়ন

গবাদি-পশু পালনে হবে দেশের উন্নয়ন।

এখনই করার সময় দেশে যুব উন্নয়ন

নিজের পায়ে নিজে দাঁড়াবো

স্বপ্ন দেখে দুই নয়ন

হাজারো স্বপ্ন দেখে আমার এই দুই নয়ন

গবাদি-পশু পালনে হবে দেশের উন্নয়ন।

আব্বা-আম্মা বিদেশ যাতে কইছে 

আমি যাই নাই

আমি দেশে থাইকা 

দেশের জন্য কিছু করতে চাই

বেকার এই সমাজ টাকে 

নতুন করে গড়তে চাই।

তাই বিদেশে না যাইয়া

দিছি ছোট্ট একটা খামার ভাই

আমি ভালো আছি 

আপনিও চেষ্টা করলে পারবেন ভাই।

আপনার কথাই যুক্তি না ভাই

চুক্তি করতেই মন চাই

এত চিন্তা করে লাভ নাই 

ভাবে মানুষ দেশে ভাত নাই

দেশের এত এত জমি রাইখা

যাইবেন বিদেশে

বিদেশ গিয়া হতাশ হইয়া

ফিরে আসবেন স্বদেশে।

নিজের দেশের নিজের শান্তি 

কাজ-কামের অভাব নাই

যুব সমাজ ধ্বংসের পথে 

কারো কোন খবর নাই

নিজের জীবন গড়তে হইলে 

করতে হইবো কাজ

আর কাজের মধ্যে রাইখেন না 

ভাই কোনরকম লাজ।

নিজের উদ্যোগ নিয়ে 

আরেকজনে উদ্যোক্তা বানাই

দেশে গরু পাইলা গোস্তা বেইচা 

মাল-পাতি কামাই।

বেশি না দুইটা তিনটা গরু দিয়ে

করতে হইবো শুরু

আর আস্তে ধীরে উদ্যোগ নিয়া 

গড়তে হইবো ধরু।

এত চিন্তার কিছু নাই সবার উৎসাহ বাড়ায়

লগে নিজের শ্রমের মূল্য দিতে রপ্তানি বাড়ায়

আরে ১০ এর লাঠি একের বোঝা 

জীবন গড়া এত সোজা

নারে ভাই দেখ এটা বাংলাদেশের ম্যাপ

ম্যাপের আনাচে-কানাচে

কিছু কর্ম কইরা দেখ।

আবার বিদেশে যারা আছেন কইরেন না ব্যাক

শোনো শোনো হে বাংলাদেশের যুবক ভাইয়েরা

আর কয়দিন থাকবা বেকার

কয়দিন পরের কাম করবা।

এখন যুবক ভাইগো জন্য আছে অনেক সুবিধা

নিজের টাকায় করো গরুর ফার্ম কি অসুবিধা

তুমি দেশের ছেলে দেশেই থাকো

দেশেই করো কাজ করো নিজের মতো চেষ্টা।

ইনশাল্লাহ করবা পাশ

আরে গরু দিবো রত্ন তোমায় 

তুমি দিবা ঘাস

কারণ বাংলাদেশে গরুর চাহিদা 

থাকে বারো মাস।

প্রত্যেক বছর কোরবানি হাটে 

নানান দেশের নানান গরু

থাকে এই দেশের মাঠে

রাস্তা থাইকা নদীর ঘাটে

গরু কিনার জন্য মানুষ 

নিজের মতই ছুটতে থাকে।

গবাদিপশু পাইলা টাকা কামাও লাখে লাখে

তুমিও সুখে থাকো সুখে রাখো পরিবার

সবাইকে বুঝাও একটা ছোট্ট খামার করিবার।

কি দরকার আছে অবৈধ পথে বিদেশ যাবার

বিদেশের টাকা দেশে কামামু 

আমার গরুর খামার।

কথা ঠিক কইছো দেশি

তুমি খুশি ওই ও খুশি

পাইয়া ভূষি গরু ও খুশি।

শোনো শোনো দেশবাসী

এখনই করার সময় দেশে যুব উন্নয়ন

নিজের পায়ে নিজে দাঁড়াবো

স্বপ্ন দেখে দুই নয়ন

হাজারো স্বপ্ন দেখে আমার এই দুই নয়ন

গবাদি-পশু পালনে হবে দেশের উন্নয়ন।

এখনই করার সময় দেশে যুব উন্নয়ন

নিজের পায়ে নিজে দাঁড়াবো

স্বপ্ন দেখে দুই নয়ন

হাজারো স্বপ্ন দেখে আমার এই দুই নয়ন

গবাদি-পশু পালনে হবে দেশের উন্নয়ন।

এ যুবক ভাইয়েরা কো

ঢাকা ক্যাটেল এক্সপো

মানে করতে হইবো গ্ৰো

আমরা উদ্যোগ নিয়ে সার্থক হইছি

বুঝাইতে হইবো।

যুব উন্নয়নের সাথে ঢাকা ক্যাটেল এক্সপো

আমরা খামারি ভাইরাও তাদের সাথে থাকবো

মিলেমিশে ঘুড়ায় সবাই সবার ভাগ্য

ঢাকা ক্যাটেল এক্সপো এটা বাণিজ্যিক শো।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *