Kaita Geli Kolija (কাইটা গেলি কলিজা) Bangla Lyrics By RA Azmir.

 Kaita Geli Kolija (কাইটা গেলি কলিজা) Bangla Lyrics By RA Azmir. 

 

Song : Kaita Geli Kolija

Singer : RA Azmir

Lyrics : Nur Mohammad Ripon 

Tune : Ar Rahman 

Music : Ahmed Sajeeb 

Label : A Series Music Bd

Kaita Geli Kolija Bangla Lyrics 

ভাংলি মনের পিঞ্জিরা 

কাইটা গেলি কলিজা 

ভালো আমায় থাকতে দিলি না 

না রে ভালো আমায় থাকতে দিলি না

পরকে লইয়া বাধলি ঘর 

কইরা গেলি আমায় পর 

আমার প্রেমের আদর নিলি না 

না রে ভালো আমায় থাকতে দিলি না

তোর পরানের পাখি ছিলাম 

তোর আদরে সুখেই ছিলাম 

তুই ছাড়া আজ কেদে বুক ভাসাই

হায়রে তুই ছাড়া আজ কেদে বুক ভাসাই

সুখ দিয়া সুখ কাইরা নিলি

ভালোবাইসা আঘাত দিলি 

কইরা গেলি জনমের অসহায় 

হায়রে কইরা গেলি জনমের অসহায় 

ভাংলি মনের পিঞ্জিরা 

কাইটা গেলি কলিজা 

ভালো আমায় থাকতে দিলি না 

না রে ভালো আমায় থাকতে দিলি না

তোর কথা তুই না রাখলি

সঙ্গি হইয়া না থাকিলি 

নিঃশ কইরা লুকাইলি কোথায় 

হায়রে নিঃশ কইরা লুকাইলি কোথায় 

আর পাবনা জানি তোরে 

আগের মতো আপন করে 

চান হইলি তুই পরের নিলিমায় 

হায়রে চান হইলি তুই পরের নিলিমায়

ভাংলি মনের পিঞ্জিরা 

কাইটা গেলি কলিজা 

ভালো আমায় থাকতে দিলি না 

না রে ভালো আমায় থাকতে দিলি না

পরকে লইয়া বাধলি ঘর 

কইরা গেলি আমায় পর 

আমার প্রেমের আদর নিলি না 

না রে ভালো আমায় থাকতে দিলি না

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *