Kalo Shari(কালো শাড়ি) Bangla Lyrics By Jishan Khan Shuvo
Kalo Shari(কালো শাড়ি) Bangla Lyrics By Jishan Khan Shuvo
Song : Kalo Shari
Vocal : Jishan Khan Shuvo
Lyrics : Jishan Khan Shuvo
Music : Ankur Mahmud
Label : Eagle Music
Kalo Shari Bangla Lyrics
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল
কোন মন খারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু’চোখ ভরে দেখব তারে
করবো না আর ভুল
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল
হাত রেখে হাতে
দুজনে একসাথে
পাশাপাশি চলা হয়না
তোর কাঁধেতে মাথাটা রেখে
তারাগুলো গোনা হয়না
জানিনা সে কার
নয় সে আমার
একি তবে ভুলের মাশুল
কোন মন খারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু’চোখ ভরে দেখব
তারে করবো না আর ভুল
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল
কোন সে আকাশে
সে মেঘ হয়ে ভেসে
বৃষ্টি হয়ে ঝরে, জানিনা
জড়িয়ে নিয়ে বুকে
সে যদি রাখে
পূর্ণ হবে শেষ বাসনা
জানিনা সে কার
নয় সে আমার
একি তবে ভুলের মাশুল
কোন মন খারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু’চোখ ভরে দেখব
তারে করবো না আর ভুল
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল।।
Kalo Shari Bangla Lyrics
Kalo sharir sathe
Kalo churi haate
Khopai jeno thake bonoful
Kono monkharaper raate
Dekha hoy jodi tar sathe
Ami duchok vore dekhbo tare
Korbo na ar bhul