Kalo Thoter Fakee (কালো ঠোঁটের ফাকে) Bangla Lyrics By Samz Vai.
Song : Kalo Thoter Fakee
Singer : Samz Vai
Lyrics & Tune : Samz Vai
Music & Guiter: Ek Mojumdar Esty
Dop & Director : Zidan Misbah
Label : Samz Vai
Kalo Thoter Fakee Bangla Lyrics
আজও আমি কেন রাত
জেগে একা বসে রই
ক্লান্ত দুটি চোখ আমার
রাতের ঘুম গেল কই
ধীরে ধীরে পুশে আমায়
তামাক পাতার ধোয়া
সব ভুলের কারণ তোর
ঐ অবুঝ মায়া
ঘুমঘুম দুটি চোখে আজ
তোর সে ভাবনা
চোখ থেকে কিছুতে আমার
তোর নেশা কাটে না
আসবি কি ফিরে আবার
সুরে এই ভাঙা বিন
নেই পাশে তুই বলে আমার
সঙ্গী আজ নিকোটিন।
আমার কালো ঠোঁটের ফাঁকে
ওই ধোয়ায় জানেরে
এই বুকের ভেতর কষ্ট গুলারে
তোরে ভুলতে নাহি পারি
ওরে সইতে নাহি পারি
তাই হারাইয়া যায় নেশার টানেতে।
কিছু কথা ছিলো বলার
তাতো বলা হয়নি আমার
হারাইয়া গেছিস কোন টানে
জীবন আমার নাইরে আর
আগেরি মত
কেমন আছি কেউ নাহি জানে
সুখের প্রদীপ ডুবে গেছে
আঁধারে কবে।
আমার কালো ঠোঁটের ফাঁকে
ওই ধোয়ায় জানেরে
এই বুকের ভেতর কষ্ট গুলারে
তোরে ভুলতে নাহি পারি
ওরে সইতে নাহি পারি
তাই হারাইয়া যায় নেশার টানেতে,
আমার কালো ঠোঁটের ফাঁকে
ওই ধোয়ায় জানেরে।
Kalo Thoter Fakee Bangla Lyrics
ajo ami keno rat jege
eka boshe roi
klanto duti chok amar
rater ghum gelo koi
dhire dhire pushe amay
tamak patar dhoa
sob bhuler karon tor
oi abujh maya
ghum ghum duti chokhe
aj tor se bhabona
chok theke kichutey amar
tor nesha katena
ashbiki fire abar