Kalsap (কালসাপ) Bangla Lyrics By Samz Vai.

Kalsap (কালসাপ) Bangla Lyrics By Samz Vai. 

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

Song : Kalshap

Vocal : Samz Vai 

Lyrics : Samz Vai 

Label : Antor Multimedia 

 

Kalsap Bangla Lyrics 

কিছু ইচ্ছে থাকে মন মন্দিরে 

আশায় বাধিয়া চুল

কিছু নিজেদের দোষে হারাইয়া সুখ

ভাবি নিয়তির ভুল

যতো গর্জে ততো বর্ষে না

ভালোবাসা ঠিক কেমন

আমার নির্ঘুম রাত অপেক্ষা দিন

কাক তারুয়ার মতন

আমি বাইরের দেয়ালটাকে 

রেখেছি চকচকে সাজিয়ে

যেন ভেতর টাকে কেউ না দেখে

পুরোটাই গেছে জং পরে

তবু মনের গলায় কাটার মালা

গোলাপ দেয়া উপরে

এক কালসাপে দংশিয়াছে বুক

তুই বিনে কে বিশ ঝাড়ে।

আমি কানা তুই ও কানা

কানায় কানায় ভাব জমেনা

মন মজাইছিলি কেন 

আমার সনে

আমার পরান জালাইয়া

তারা গুনিস কারে লইয়া

আমার পরান জালাইয়া

তারা গুনিস কারে লইয়া

ভাসলাম আমি গো হায়

নর্দমার জলে

রইলো না কেউ দুঃখের ও কালে

বন্ধুরে রইলো না কেউ দুঃখের ও কালে

আমার একটা নদী ছিল 

ভাসতো সে তুইলা পাল

বছর বছর আইলো গেলো

বাইলো শেষে পাশের খাল

সব হারাইলাম এভাবে 

এভাবে কি দিন যাবে

সব হারাইলাম এভাবে 

এভাবে কি দিন যাবে

চুল দাড়ি পাকলো অকালে

ও বন্ধুরে রইলো না কেউ দুঃখের ও কালে

রইলো না কেউ দুঃখের ও কালে

ও বন্ধুরে রইলো না কেউ দুঃখের ও কালে

কিছু ইচ্ছে থাকে মন মন্দিরে 

আশায় বাধিয়া চুল

কিছু নিজেদের দোষে হারাইয়া সুখ

ভাবি নিয়তির ভুল

যতো গর্জে ততো বর্ষে না

ভালোবাসা ঠিক কেমন

আমার নির্ঘুম রাত অপেক্ষা দিন

কাক তারুয়ার মতন

আমি বাইরের দেয়ালটাকে 

রেখেছি চকচকে সাজিয়ে

যেন ভেতর টাকে কেউ না দেখে

পুরোটাই গেছে জং পরে

তবু মনের গলায় কাটার মালা

গোলাপ দেয়া উপরে

এক কালসাপে দংশিয়াছে বুক

তুই বিনে কে বিশ ঝাড়ে।

Kalsap Bangla Lyrics

Kichu icche thake mon mondhire 

Ashay badhoya chul

Kichu nijeder doshe haraiya sukh

Vabi niyotir vhul

Zoto gorje toto borshe na

Valobasa thik kemon

Amar nirghum rat opekkha din 

Kak taruyar moton

Ami bairer deyal take 

Rekhechi cokcoke sajiye

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *