Kanna Veja Chokh (কান্না ভেজা চোখ) Bangla Lyrics By Atif Ahmed Niloy.
Song : Kanna Veja Chokh
Singer : Atif Ahmed Niloy
Lyrics : Imran Hossain
Tune : Atif Ahmed Niloy
Music : AF Saikat
Label : Kamrul Media
Kanna Veja Chokh Bangla Lyrics
কান্না ভেজা চোখে আমার
মনে পড়ে তোকে
তুই বিহনে কেমন করে
থাকি আমি সুখে
কান্না ভেজা চোখে আমার
মনে পড়ে তোকে
তুই বিহনে কেমন করে
থাকি আমি সুখে
ভুল মানুষের সাথে জীবন
বেধেছিলাম আমি
এমন করে কাদতে হবে
কখনো ভাবিনী
এমন করে কাদতে হবে
কখনো ভাবিনী
মাঝে মাঝে ভীষণ একা
লাগে যে আমার
তোর দেওয়া বেদনায় বুকটা
করে হাহাকার
মাঝে মাঝে ভীষণ একা
লাগে যে আমার
তোর দেওয়া বেদনায় বুকটা
করে হাহাকার
অশ্রু জলে ভাসে দুচোখ
দেখেও দেখিসনি
এমন করে কাদতে হবে
কখনো ভাবিনী
এমন করে কাদতে হবে
কখনো ভাবিনী
আধার নেমে আসলো আমার
জীবন জুড়ে আর
যেই দেখেছি তোর ভেতরে
অন্য কারো সাধ
আধার নেমে আসলো আমার
জীবন জুড়ে আর
যেই দেখেছি তোর ভেতরে
অন্য কারো সাধ
হটাৎ করে বদলে গেলি
কেমন রে পাষানী
এমন করে কাদতে হবে
কখনো ভাবিনী
এমন করে কাদতে হবে
কখনো ভাবিনী।।