Kathay Kathay Je Raat Hoye Jay Bangla Lyrics By Manna Dey.

Kathay Kathay Je Raat Hoye Jay Bangla Lyrics By Manna Dey.

Kathay Kathay Je Raat Hoye Jay Bangla Lyrics By Manna Dey.

Here We Present You With the song ‘Kathay Kathay Je Raat Hoye Jay’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Manna Dey’. Lyrics Written By ‘Pulak Bandyopadhyay‘, Music Given By ‘Sudhin Dasgupta’.. Hope You Will Enjoy The Song. 

Song : Kathay Kathay Je Raat Hoye Jay

Singer :  Manna Dey

Lyrics : Pulak Bandyopadhyay

Music Director : Sudhin Dasgupta

Cover by : Miftah Zaman

Music Rearrangement : Partha Barua

Kathay Kathay Je Raat Hoye Jay Song Lyrics 

কথায় কথায় যে রাত হয়ে যায়

কি কথা রাখলে বাকী,

কথায় কথায় যে রাত হয়ে যায়

কি কথা রাখলে বাকী,

খুঁজে দেখোনা, বুঝে দেখোনা 

ভেবে দেখোনা, তা কি জানোনা,

কিছু না বলে চলে গিয়ে

মনকে দিওনা ফাঁকি। 

কথায় কথায় যে রাত হয়ে যায়

কি কথা রাখলে বাকী।। 

তোমার চোখের আলোয়

আমি এ মন করেছি আলো,

আমার ভালোবাসায়

তুমি আকাশ প্রদীপ জ্বালো। 

তোমার চোখের আলোয়

আমি এ মন করেছি আলো,

আমার ভালোবাসায়

তুমি আকাশ প্রদীপ জ্বালো। 

প্রিয়ভাষিনী, কথা রাখোনি

প্রিয়ভাষিনী, কথা রাখোনি

আশায় আশায় কত যে আর,

শুধুই বসে থাকি – 

কথায় কথায় যে রাত হয়ে যায়

কি কথা রাখলে বাকী।। 

আজ কি তোমার স্বপ্ন দেখার

সময় নিয়ে নিয়ে,

যায় যে সব হারিয়ে। 

আজ কি তোমার স্বপ্ন দেখার

সময় নিয়ে নিয়ে,

যায় যে সব হারিয়ে। 

তোমার প্রথম ডাকে

আমি অনেক দিয়েছি সাড়া,

তোমার মনের ছায়ায়,

আমি ঘুরে ঘুরে দিশাহারা। 

তোমার প্রথম ডাকে

আমি অনেক দিয়েছি সাড়া,

তোমার মনের ছায়ায়,

আমি ঘুরে ঘুরে দিশাহারা। 

প্রিয়ভাষিনী, কথা রাখোনি

প্রিয়ভাষিনী, কথা রাখোনি

ফাগুন এসে অজান্তে আজ

হলো কি বৈশাখী – 

কথায় কথায় যে রাত হয়ে যায়

কি কথা রাখলে বাকী,

খুঁজে দেখোনা, বুঝে দেখোনা 

ভেবে দেখোনা, তা কি জানোনা,

কিছু না বলে চলে গিয়ে

মনকে দিওনা ফাঁকি। 

কথায় কথায় যে রাত হয়ে যায়

কি কথা রাখলে বাকী।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *